Pushpa The Rise: পুষ্পা’র জ্বরে কাবু রাশিয়া, ‘সামি সামি’ গানে নাচলেন সেদেশের তরুণীরা, ভাইরাল সেই ভিডয়ো   

অল্লু অর্জুন (Allu Arjun), রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna) অভিনীত ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa: The Rise) গত বছরের সর্বাধিক সফল ছবি। যার বক্স অফিস সংগ্রহ ছাপিয়ে গিয়েছে পূর্বের বহু রেকর্ড। কেবল ভারত নয়, সারা বিশ্বের দর্শকদের কাছ থেকে ভালবাসা পেয়েছে সুকুমার পরিচালিত এই দক্ষিণী ছবি।

ভারতের পর এবার রাশিয়ার প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘পুষ্পাঃ দ্য রাইজ’ (Pushpa In Russia)। আগামী ৮ ডিসেম্বর রাশিয়ান ভাষায় মুক্তি পাবে ছবি। তামিল, তেলেগু, হিন্দি, মালায়লাম, কন্নড় এর পর এবার রাশিয়ান ভাষায় ‘পুষ্পা’। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে রাশিয়ান ভাষায় পুষ্পার ট্রেলার (Pushpa Russian Trailer)। তবে সেদেশে ছবি মুক্তি পাওয়ার আগেই ‘পুষ্পা’র জ্বরে কাবু হল রাশিয়ার নাগরিকরা। রশ্মিকা মন্দনার ‘সামি সামি’ (Saami Saami) গানে কোমর দোলাতে দেখা গেল রাশিয়ান তরুণীদের। নেটপাড়ায় এমনই এক ভিডিয়ো ঘুরে বেরাচ্ছে। যা রীতিমত মন জয় করেছে নেটাগরিকদের। দুর্ঘটনায় আহত জুবিন নটিয়াল, চিন্তায় ভক্তকুল

নেটপাড়ায় ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, মস্কোর রেড স্কোয়ারে ঐতিহাসিক মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে একদল রাশিয়ান তরুণী ‘সামে সামে’ গানের স্টেপে নাচছেন। একেবারে অবিকল রশ্মিকার স্টেপ অনুসরণ করতে দেখা গেল রাশিয়ান যুবতীদের।

দেখুনঃ 

 

View this post on Instagram

 

A post shared by Natalia Odegova (@nataliaodegova)

রাশিয়ায় (Russia) ছবি মুক্তির জন্যে ইতিমধ্যেই পুতিনের দেশে পৌঁছে গিয়েছেন অল্লু অর্জুন এবং রশ্মিকা। ৮ ডিসেম্বর রাশিয়ার প্রেক্ষাগৃহে আসছে ‘পুষ্পা’ (Pushpa In Russia)। তবে প্রেক্ষাগৃহে আসার আগে রাজধানী মস্কো (Moscow) এবং সেন্ট পিটার্সবার্গে (St. Petersburg) ১ এবং ৩ ডিসেম্বর স্পেশল প্রিমিয়ার হবে ‘পুষ্পা’।

 

 



@endif