Hollywood Critics Association Award : আবারও পুরষ্কার রাজামৌলি নির্দেশিত 'RRR' এর ঝুলিতে

আমেরিকান ক্রিটিকস চয়েস অ্যাওয়াডের জন্য মনোনীত 'RRR'

Photo Credit (ANI)

হলিউডে জয়জয়কার রাজামৌলি নির্দেশিত ছবি 'RRR' এর। ক্রিটিকস চয়েস এবং গোল্ডেন গ্লোব জয়ের পর এবার হলিউড ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডের(Hollywood Critics Association Award) জন্য মনোনীত হল 'RRR'।

এই ক্যাটেগরিতে টম ক্রুজের টপ গান ছবিটিকে পেছনে ফেলে দিয়েছে রাজামৌলির ছবি। এছাড়া বেস্ট সং এবং বেস্ট স্টান্ট ক্যাটাগরিতেও অ্যাওয়ার্ড জিতেছে দক্ষিণের এই সিনেমা।

অনুষ্ঠানে রাজামৌলি ছাডা়ও উপস্থিত ছিলেন অভিনেতা সুপারস্টার রামচরন। তবে সব ছাড়িয়ে এবার অস্কারের দিকে চোখ রেখেছে ফ্যানেরা। ১২ মার্চ অনুষ্ঠিত হচ্ছে অস্কার অনুষ্ঠান। তার আগে থেকেই রাজামৌলি সহ টিম 'RRR' রয়েছেন লস অ্যাঞ্জেলেসে। ইতি মধ্যে ছবির অন্যতম গান 'নাটু নাটু' জিতেছে বেস্ট অরিজিনাল সং ক্যাটেগরিতে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড।  অরিজিনাল সং ক্যাটেগরিতেও অস্কারে নমিনেশন পেয়েছে এই গানটি।

২ জন তেলেগু  স্বাধীনতা সংগ্রামীর জীবনের ওপর তৈরি আরআরআর ছবিটি।  ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন জুনিয়র এনটিআর, এছাড়া রামচরন, আলিয়া ভাট, অজয় দেবগনকেও দেখা গিয়েছে এই ছবিতে। বিশ্বে ১২০০ কোটি টাকার ব্যবসা করেছে রাজামৌলি নির্দেশিত এই ছবিটি।