Rituparna Sengupta: চ্যালেঞ্জ নিতে ভালবাসেন, তাইতো সঞ্জয়লীলা বনশালি, রাজকুমার হিরানির সঙ্গে কাজ করতে চান ঋতুপর্ণা সেনগুপ্ত

খুব ইচ্ছে ছিল যশ চোপড়ার ব্যানারে কাজ করার। এই সাধ আর কোনওদিনই পূরণ হওয়ার নয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। তবে তিনি আশা করেন যে একদিন না একদিন সঞ্জয়লীলা বনশালি, রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করবেন। যশ চোপড়ার কালজয়ী লাভস্টোরি দেখেই অন্যদের মতো কৈশোর ও যৌবনবেলা কেটেছে তাঁর। তখন থেকেই স্বপ্নটা তৈরি হয়েছিল। যখন অভিনেত্রী হিসেবে নাম করলাম তখন মনে হয়েছিল একবার না একবার যশজির সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। তবে তিনি তো আর নেই, তাই সেই ইচ্ছেও আর কখনও পূরণ হবে না।

ঋতুপর্ণা সেনগুপ্ত (Photo Credits: Twitter)

খুব ইচ্ছে ছিল যশ চোপড়ার ব্যানারে কাজ করার। এই সাধ আর কোনওদিনই পূরণ হওয়ার নয় টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের (Rituparna Sengupta)। তবে তিনি আশা করেন যে একদিন না একদিন সঞ্জয়লীলা বনশালি, রাজকুমার হিরানির পরিচালনায় কাজ করবেন। যশ চোপড়ার কালজয়ী লাভস্টোরি দেখেই অন্যদের মতো কৈশোর ও যৌবনবেলা কেটেছে তাঁর। তখন থেকেই স্বপ্নটা তৈরি হয়েছিল। যখন অভিনেত্রী হিসেবে নাম করলাম তখন মনে হয়েছিল একবার না একবার যশজির সঙ্গে কাজ করার সুযোগ মিলবে। তবে তিনি তো আর নেই, তাই সেই ইচ্ছেও আর কখনও পূরণ হবে না। তবে এরপরেও তাঁর ব্র্যান্ডে সিনেমায় অভিনয়ের সুযোগ এলে দারুণ ব্যাপার হবে। আরও পড়ুন-Nabanna Abhijan: বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানকে কেন্দ্র করে চরমে পুলিশি তৎপরতা, দুর্গের চেহারায় ধর্মতলা

সংবাদ সংস্থা আইএনএস-কে ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, “আমি গুলজার সাহেব, রাজকুমার হিরানি ও সঞ্জয়লীলা বনশালির সঙ্গে কাজ করতে পারলেও খুশি হব। প্রায় ৩০ বছরেরও বেশি সময়  বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে রয়েছেন। তাঁর অ্যাচিভমেন্টই তাঁকে নতুন চ্যালেঞ্জ নিতে ভরসা জোগায়। এই প্রসঙ্গে তিনি বলেন, আবি সবসময় শিখে চলেছি। অভিনয়ের যে যে ক্ষেত্রগুলিতে কাজের সুযোগ এখনও হয়নি, সেইসব জায়গায় কাজ করতে মুখিয়ে আছি। আমারসাফল্যই আমাকে নিত্যনতুন চ্যালেঞ্জ নিতে আশা ভরসা জোগায়। সবসময় মনে করি যে আমি একজন যোদ্ধা। সংগ্রাম কের চলেছি, নতুন কিছু শেখার জন্য। আমার কাছে এটাই হল নিজেকে আরও উৎকর্ষতায় পৌঁছে দেওয়ার পন্থা।”

বলিউডের প্রবীণ সিনেম্যাটোগ্রাফার কবীর লাল এবার পরিচালনায় হাত দিয়েছেন। তাঁর ডেবিউ ছবি অন্তর্দৃষ্টিতে অভিনয় করছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। স্প্যানিশ ছবি ‘জুলিয়াস আই’-এর অনুপ্রেরণায় তৈরি হচ্ছে ভারতীয় ছবি ‘অন্তর্দৃষ্টি’। এই অন্তর্দৃষ্টি ছবিটি একই সঙ্গে মারাঠি, বাংলা, তামিলও তেলগু ভাষায় তৈরি হচ্ছে।