Sreelekha Mitra: 'থলথলে বৌদি আমায় ব্লকিয়েছে', রিমঝিমের আক্রমণের পালটা জবাব শ্রীলেখার
কলকাতা, ২৬ মে: গোলাপী রঙের পোশাক পরে ছবি পোস্ট করেছিলেন ফেসবুকে ৷ সেই ছবি দেখে শ্রীলেখা মিত্রকে কটাক্ষ করেন রিমঝিম মিত্র (Rimjhim Mitra) ৷ এমনই অভিযোগ করা হয় বাম ঘনিষ্ঠ অভিনেত্রীর তরফে ৷ এমনকী, শ্রীলখা মিত্রকে 'থলথল বৌদি' বলে রিমঝিম কুরুচিকর আক্রমণও করেন বলে অভিযোগ ৷ যা নিয়ে তোলপাড় হয়ে যায় সোশ্যাল মিডিয়া ৷
এরপরই শ্রীলেখা মিত্র (Sreelekha Mitra) তাঁকে নিজের ফেসবুক থেকে ব্লক করেছেন বলেও মন্তব্য করতে দেখা যায় রিমঝিমকে ৷ যার স্ক্রিনশট তুলে নিজের ফেসবুকে ফের শেয়ার করেন শ্রীলেখা ৷ তবে শুধু রিমঝিমই নন, এই ধরনের বডি শেমিংয়ের মুখে তিনি আগেও পড়েছেন বলে মন্তব্য করেন শ্রীলেখা ৷
আরও পড়ুন: Suhana Khan: জন্মদিনে সুহানার পুল পার্টি, ভাইরাল শাহরুখ-কন্যার ছবি
তিনি বলেন, টলিউড (Tollywood) ইন্ডাস্ট্রির এমন অনেকেই রয়েছেন, যাঁরা এর আগেও তাঁর বডি শেমিং করেছেন ৷ এটা নতুন কোনও বিষয় নয় ৷ তবে রিমঝিমের যে কটাক্ষ এবং আক্রমণ নিয়ে মুখ খোলেন শ্রীলেখা, তা বেশ পুরনো ৷ পুরনো পোশাক তার গায়ে ফিট হওয়ায় রিমঝিমের পুরনো কটাক্ষ শেয়ার করে, তাঁকে একহাত নেন শ্রীলেখা মিত্র ৷