Rohit Bal Dies: প্রয়াত বলিউডের খ্যাতনামা পোশাকশিল্পী রোহিত বল, সনম থেকে অনন্যা শোকাহত বলি তারকারা

নভেম্বর দিল্লির এক বেসরকারি হাসপাতালে মারা যান ভারতীয় সাজে বিপ্লব আনা পোশাকশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন রোহিত।

Rohit Bal (Photo Credits: X)

মুম্বই, ২ নভেম্বরঃ প্রয়াত বলিউডের খ্যাতনামা পোশাকশিল্পী রোহিত বল (Rohit Bal)। ১ নভেম্বর দিল্লির এক বেসরকারি হাসপাতালে মারা যান ভারতীয় সাজে বিপ্লব আনা পোশাকশিল্পী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৩। জানা যাচ্ছে, দীর্ঘদিন ধরেই হার্টের সমস্যায় ভুগছিলেন রোহিত। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি তাঁকে দিল্লির এক হাসপাতালে ভর্তি করা হয়। তবে শেষরক্ষা হল না। হৃদরোগ (Hear Attack) প্রাণ কাড়ল রোহিত বলের। পোশাকশিল্পীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ফ্যাশন ডিজাইন কাউন্সিলের চেয়ারম্যান সুনীল শেট্টি।

বলিউডের নামজাদা তারকারা সেজে উঠতেন রোহিতের নকশা করা পোশাকে। সলমন খান (Salman Khan), প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), করিশমা কাপুর, সনম কাপুর, অনন্যা পান্ডে, সিদ্ধার্থ মলহোত্রা-সহ বহু তারকাদের অন্যতম পছন্দের পোশাকশিল্পী রোহিত।

প্রয়াত বলিউডের খ্যাতনামা পোশাকশিল্পী রোহিত বল... 

রোহিতের মৃত্যু সংবাদে শোক প্রকাশ করেছেন পোশাকশিল্পী মনীশ মলহোত্রা, অভিনেত্রী সনম কাপুর, অনন্যা পান্ডেরা।



@endif