Ram Gopal Varma: রাম গোপাল ভর্মা বাড়িতে পুলিশ, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আলটপকা মন্তব্যের অভিযোগ
পুলিশ পৌঁছতেই রাম গোপালের বাড়ির তরফে জানানো হয়, পরিচালক কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি আপাতত ঘরে নেই। ফলে রাম গোপাল ভর্মার হায়দরাবাদের বাড়িতে অন্ধ্র পুলিশ পৌঁছলেও তাঁর দেখা মেলেনি।
হায়দরাবাদ, ২৫ নভেম্বর: রাম গোপাল ভর্মার (Ram Gopal Varma) বাড়িতে পৌঁছে গেল পুলিশ। অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) মুখ্যমন্ত্রী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে আলটপকা মন্তব্য করায়, এবার জনপ্রিয় পরিচালকের হায়দরাবাদের বাড়িতে পৌঁছে যায় অন্ধ্র পুলিশ। রাম গোপাল ভর্মাকে জিজ্ঞাসাবাদ করতেই পরিচালকের হায়দরাবাদের বাড়িতে পুলিশের (Police) একটি দল পৌঁছে যায় বলে খবর। তবে রাম গোপালের বাড়িতে পুলিশ পৌঁছতেই এক প্রস্থ নাটক শুরু হয়।
পুলিশ পৌঁছতেই রাম গোপালের বাড়ির তরফে জানানো হয়, পরিচালক কোয়েম্বাটুরের উদ্দেশে রওনা দিয়েছেন। তিনি আপাতত ঘরে নেই। ফলে রাম গোপাল ভর্মার হায়দরাবাদের বাড়িতে অন্ধ্র পুলিশ পৌঁছলেও তাঁর দেখা মেলেনি। প্রসঙ্গত গত সপ্তাহেই রাম গোপাল ভর্মা পুলিশের কাছে সময় চেয়ে নেন। জানান, ৪ দিনের মধ্যে তিনি সংশ্লিষ্ট মামলায় পুলিশের সঙ্গে দেখা করবেন। তবে নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও রাম গোপালের দেখা মেলেনি। তাঁর বাড়িতে গিয়েও পরিচালকের সাক্ষাৎ পেল না পুলিশ।