Rana Daggubati: মাদক মামলায় সমন, জিজ্ঞাসাবাদ রানা, রকুলদের

২০১৭ সালে তেলাঙ্গানা সরকারের তরফে ১২টি মামলা দায়ের করা হয়৷ ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধারের পরই ওই মামলাগুলি দায়ের করা হয়৷ যার মধ্যে ১১টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে৷

রকুল প্রীত সিং, রানা দাগ্গুবতী, ছবি ইনস্টাগ্রাম

দিল্লি, ২৫ অগাস্ট: মাদক (Drug) মামলায় এবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে বেশ কয়েকজন জনপ্রিয় অভিনেতাকে৷ ইতিমধ্য়েই তাঁদের সমন পাঠানো হয়েছে৷ যার মধ্যে রয়েছেন রকুল প্রীত সিং, রানা দাগ্গুবতী, রবি তেজা সহ আরও বেশ কয়েকজন৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে ওই অভিনেতাদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা যাচ্ছে৷

৬ সেপ্টেম্বর রকুল প্রীত সিং (Rakul Preet Singh), ৮ সেপ্টেম্বর রানা দাগ্গুবতী (Rana Daggubati ), রবি তেজাকে ৯ সেপ্টেম্বর এবং পুরী জগন্নাথকে ৩১ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে খবর৷  হাই প্রোফাইল এই তারকারা ছাড়াও আরও বেশ কয়েকজনকে ইডি জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর৷

আরও পড়ুন:  Suhana Khan: পরনে 'বডিকন' পোশাক, অনুরাগীদের মুগ্ধ করলেন শাহরুখ-কন্যা সুহানা

২০১৭ সালে তেলাঙ্গানা সরকারের তরফে ১২টি মামলা দায়ের করা হয়৷ ৩০ লক্ষ টাকার মাদক উদ্ধারের পরই ওই মামলাগুলি দায়ের করা হয়৷ যার মধ্যে ১১টি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে৷  এবার ওই মামলাগুলির প্রেক্ষিতেই 'বাহুবলী' তারকা, রকুল প্রীতদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর৷

প্রসঙ্গত সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুর পর মাদক মামলায় ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেত্রী রকুল প্রীত সিংকে৷