Rakhi Sawant's Husband Adil Durrani: রাখী সাওয়ান্তের স্বামী আদিল দুরানিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত
বুধবার তাকে আন্ধেরির আদালতে পেশ করে ওশিয়ারি থানার পুলিশ। সেখানে উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্তের স্বামী আদিল দুরানিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত।
মুম্বই: বলিউড অভিনেত্রী ও বিগ বস খ্যাত রাখী সাওয়ান্তের (Rakhi Sawant) স্বামী (Husband) আদিল দুরানিকে (Adil Durrani) বিচারবিভাগীয় হেফাজতে (judicial custody) পাঠাল আন্ধেরির আদালত (Andheri court)।
মঙ্গলবার ওশিয়ারি পুলিশ (Oshiwara police) স্টেশনে তাঁর টাকা-পয়সা নয়ছয় করার অভিযোগে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ও ৪২০ নম্বর ধারায় স্বামী আদিল দুরানির বিরুদ্ধে এফআইআর (FIR) দায়ের করেন রাখী সাওয়ান্ত। পরে সন্ধ্যায় এই এফআইআরের সঙ্গে ৪৯৮ (এ) ও ৩৭৭ ধারা সংযুক্ত করে পুলিশ। গ্রেফতার করা হয় আদিল দুরানিকেও।
বুধবার তাকে আন্ধেরির আদালতে পেশ করে ওশিয়ারি থানার পুলিশ। সেখানে উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পরে বলিউড অভিনেত্রী রাখী সাওয়ান্তের স্বামী আদিল দুরানিকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত।