Rahul Shibshankar Resigned: টাইমস নাউ ছাড়লেন চিফ- এডিটর রাহুল শিবশঙ্কর, চ্যানেলের অস্থায়ী দায়িত্বে নাভিকা কুমার

অবিলম্বে চ্যানেলটির সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন গ্রুপ এডিটর নাভিকা কুমার। টাইমস নাও টিমের সমস্ত অপারেটিং কন্টেন্ট ম্যানেজাররা তাই এবার থেকে নাভিকাকে রিপোর্ট করবে।

Ex Times Now Chief Editor Rahul Photo Credit: Twitter @MeghUpdates


৮ বছরের জার্নি শেষ! টাইমস নাউ-এর চিফ এডিটর পদ থেকে মঙ্গলবার পদত্যাগ করেছেন রাহুল শিবশঙ্কর। সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা গেছে। খবরটি সামনে আসতেই তাঁর টুইটার বায়োতে গিয়ে দেখা যায়। ইতিমধ্যেই তার টুইটার বায়ো আপডেট করেছেন রাহুল যেখানে লেখা- "এডিটর-ইন-চিফ টাইমস নাউ, ২০১৬ থেকে ২০২৩" এ। এবং সঙ্গে এও লেখা "প্রগতিশীল রক্ষণশীল সাংবাদিক"।

টাইমস নাও এর কর্মীদের কাছে পাঠানো একটি অভ্যন্তরীণ বিবৃতিতে চ্যানেলের মানবসম্পদ বিভাগ জানিয়েছে, “টাইমস নাউ-এর প্রধান সম্পাদক রাহুল শিবশঙ্কর নেটওয়ার্কের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তাই এই পরিপ্রেক্ষিতে, অবিলম্বে চ্যানেলটির সমস্ত কার্যক্রম পরিচালনা করবেন গ্রুপ এডিটর নাভিকা কুমার। টাইমস নাও টিমের সমস্ত অপারেটিং কন্টেন্ট ম্যানেজাররা তাই এবার থেকে নাভিকাকে রিপোর্ট করবে বলেও জানা গেছে।

নিউজ এক্স (NewsX)-এর প্রধান সম্পাদক পদ থেকে পদত্যাগ করার পর, শিবশঙ্কর ২০১৬ সালে টাইমস নাউ চ্যানেলে যোগদান করেন। টাইমস নাউ-এ সন্ধ্যা ৮টার শো হোস্ট করে তিনি দর্শকদের প্রিয় হয়ে ওঠেন।সংবাদ মাধ্যমে তাঁর দুই দশকেরও বেশি অভিজ্ঞতার আছে। এর আগে তিনি হেডলাইন টুডে এবং ইন্ডিয়া টুডে-তেও কাজ করেছেন।