PVR INOX Ltd: এক হয়ে গেল পিভিআর-আইনক্স, নতুন নাম 'পিভিআর আইনক্স লিমিটেড'
চলচ্চিত্র প্রদর্শনকারী দেশের দুই বড় সংস্থা পিভিআর এবং আইনক্স এক হয়ে গেল। সংযুক্তিকরণের পর নাম হল পিভিআর আইনক্স লিমিটেড।
মুম্বই, ২৭ মার্চ: চলচ্চিত্র প্রদর্শনকারী দেশের দুই বড় সংস্থা পিভিআর (PVR) এবং আইনক্স (INOX) এক হয়ে গেল। সংযুক্তিকরণের পর নাম হল পিভিআর আইনক্স লিমিটেড (PVR Inox Limited)। আইনক্স ও পিভিআর-এর সংযুক্তিকরণের ফলে দেশের সিনেমা প্রদর্শন ব্যবসায় নতুন সমীকরণ তৈরি হল। সংযুক্তিকরণের পর নতুন কোম্পানিতে আইনক্স-এর ১৬.৬৬ শতাংশ ও পিভিআর-এর ১০.৬২ শতাংশ শেয়ার থাকছে।
কোভিড, লকডাউনের কারণে এই দুই সংস্থাই বড় ক্ষতির মুখে পড়েছে। এখন ফিরে আসার লড়াই একসঙ্গে হাত মেলালো দুই সংস্থা। আরও পড়ুন: মাঝারি পাল্লার সারফেস টু এয়ার মিসাইল এয়ার ডিফেন্স সিস্টেমের পরীক্ষা চালাল ভারত
দেখুন টুইট
আইনক্স বর্তমানে দেশের ৭২টি শহরে ১৬০টি জায়গায় ৬৭৫টি স্ক্রিনে সিনেমা দেখায়। অন্যদিকে, পিভিআর দেশের ৭৩টি শহরে ১৮১টি জায়গায় ৮৭১টি স্ক্রিনে সিনেমা প্রদর্শন করে। এবার পিভিআর আইনক্স লিমিটেড দেশের ১০৯টি শহরের ৩৪১টি জায়গায় ১,৫৪৬টি স্ক্রিনে সিনেমা দেখাবে, আরও আধুনিক পরিকাঠামোর মাধ্যমে।