Allu Arjun: আরও 'ফাঁপরে' অল্লু অর্জুন, 'পুষ্পা টু'-এর প্রিমিয়ারে মৃত মহিলার পরিবারকে বিপুল অঙ্কের টাকা দিতে হবে, দাবি তেলাঙ্গানার মন্ত্রীর
অভিনেতাকে দেখতে বহু মানুষ সেখানে হাজির হলে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে।
হায়দরাবাদ, ২৩ ডিসেম্বর: তেলাঙ্গানার (Telangana) মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি এবার বিস্ফোরক মন্তব্য করলেন। কোমাতিরেড্ডি বলেন, পুষ্পা টু-এর (Pushpa 2) প্রিমিয়ারে হাজির হয়ে যে মহিলার মৃত্যু হয়েছে, তাঁর পরিবারকে ২০ কোটি দেওয়া হোক। অল্লু অর্জুন (Allu Arjun) ওই মৃত মহিলার পরিবারকে ২০ কোটি দিয়ে সাহায্য করুন। এমনই দাবি করলেন তেলাঙ্গানার মন্ত্রী। প্রসঙ্গত ৪ ডিসেম্বর পুষ্পা টু-এর প্রিমিয়ার চলছিল হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে। সেখানে হাজির হন অল্লু অর্জুন। পর্দার পুষ্পাকে দেখতে বহু মানুষ সেখানে হাজির হন। অভিনেতাকে দেখতে বহু মানুষ সেখানে হাজির হলে, পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। যা নিয়ে তোলপাড় শুরু হয়ে যায়।
ওই ঘটনার পর মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় অল্লু অর্জুনকে। পরে অবশ্য অভিনেতা জামিনও পেয়ে যান। ওই ঘটনার পর থেকে শোরগোল শুরু হয়েছে। অল্লু অর্জুনের বাড়িতে সম্প্রতি ভাঙচুরও চালানো হয়। আর এলা অল্লু অর্জুনকে মৃতের পরিবারকে ২০ কোটি দিতে হবে বলে দাবি করেন তেলাঙ্গানার এক মন্ত্রী।
অল্লু অর্জুনকে বার বার নিষেধ করা সত্ত্বেও তিনি সন্ধ্যা থিয়েটারের প্রিমিয়ারে হাজির হন। যার জেরেই ওই দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ করেন তেলাঙ্গানার মন্ত্রী।
প্রসঙ্গত ভেঙ্কট রেড্ডি তেলাঙ্গানার সিনেমাটোগ্রাফি মন্ত্রী। ফলে অল্লু অর্জুনের প্রিমিয়ারে মহিলার মৃত্যুর ঘটনা তেলাঙ্গানা বিধানসভায় উল্লেখ করে জোরদার কটাক্ষ করেন মন্ত্রী।