Pushpa 2: শাহরুখ, সলমনকে পিছনে ফেললেন? পুষ্পা টুয়ে Allu Arjun এর পারিশ্রমিক আকাশ ছোঁয়া, দেখুন
অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মন্দানার পারিশ্রমিকও বেড়েছে। রশ্মিকা মন্দানা পুষ্পা টু-এর জন্য নিচ্ছেন ১০ কোটি। পুষ্পার প্রথম অংশের জন্য পর্দার শ্রীভল্লী নিয়েছিলেন ৫ কোটি। এবার তাঁর পারিশ্রমিক পুষ্পাতে হয়েছে ১০ কোটি।
মুম্বই, ৮ নভেম্বর: পুষ্পা টু-এর (Pushpa 2) জন্য অল্লু অর্জুন (Allu Arjun) কত পারিশ্রমিক নিচ্ছেন জানেন? রিপোর্টে প্রকাশ, পুষ্প টু-এর জন্য অল্লু অর্জুন ৩০০ কোটি নিচ্ছেন। শুনতে অবাক লাগলেও এমন খবর প্রকাশ্যে আসছে। এর আগে থালাপাথি ৬৯-এর জন্য দক্ষিণী অভিনেতা বিজয় নিয়েছিলেন ২৭৫ কোটি টাকা পারিশ্রমিক। অল্লু অর্জুন ছাপিয়ে গেলেন বিজয়কে। পুষ্পা টু-এর জন্য তিনি পারিশ্রমিক নিচ্ছেন ৩০০ কোটি।
যেখানে জানা যাচ্ছে, অল্লু অর্জুনের পাশাপাশি রশ্মিকা মন্দানার পারিশ্রমিকও বেড়েছে। রশ্মিকা মন্দানা পুষ্পা টু-এর জন্য নিচ্ছেন ১০ কোটি। পুষ্পার প্রথম অংশের জন্য পর্দার শ্রীভল্লী নিয়েছিলেন ৫ কোটি। এবার তাঁর পারিশ্রমিক পুষ্পাতে হয়েছে ১০ কোটি। প্রসঙ্গত বলিউডের প্রথম সারির নায়িকারা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, সামান্থা রুথ প্রভু, করিনা কাপুররা পারিশ্রমিক নেন ১০-১২ কোটি করে। এবার সেই তালিকায় পৌঁছে গেল রশ্মিকা মন্দানার নাম।
অন্যদিকে ফাহাদ ফাসিল পুষ্পা টু-এর জন্য নিচ্ছে ৮ কোটি। পুষ্পা ওয়ানের ফাহাদ ফাসিলের পারিশ্রমিক ছিল ৩.৫ কোটি। এবার তা বেড়ে দাঁড়িয়েছে ৮ কোটিতে।