Prosenjit Chatterjee: ইনস্টাগ্রাম ভিডিওতে প্রসেনজিৎ বারবার কেন বললেন 'আমি চুরি করিনি', আসলে গল্পটা কী?
উত্তম কুমার সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রায় একার হাতে টেনেছিলেন সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁর বহু সিনেমার মধ্যে একটি সিনেমার সংলাপ 'বিশ্বাস করো মা, আমি চুরি করিনি' রীতিমতো ভাইরাল নেটপাড়ায়। সিনেমায় সিরিয়াস দৃশ্যে এই সংলাপ ব্যবহার করা হলেও পরবর্তীকালে নানা ভিডিয়োতে সেই সংলাপ নিয়ে মজা করেছেন নানা কমেডিয়ান,অভিনেতা, সঞ্চালক,ইউটিউবার। এমনকী এই সংলাপ নিয়ে তৈরি হয়েছে মজার ভিডিয়ো ও সোশ্যাল মিডিয়ার স্টিকারও।এবার নিজের সবচেয়ে ট্রোলড ডায়লগ নিয়ে এবার নিজেই মজা করলেন সুপারস্টার প্রসেনজিৎ । নানারকম ভঙ্গীতে নানারকম কায়দায় প্রসেনজিৎ বললেন, 'বিশ্বাস করো মা, আমি চুরি করিনি'। আর ইনস্টাগ্রামে সেই ভিডিও পোস্ট করে ক্যাপশনে নিজেই বললেন এই সংলাপ দিয়ে ভিডিও বানিয়ে পোস্ট করতে আর তাঁকে ট্যাগ করতে।