Priyanka Chopra: বেড নেই, উপচে পড়ছে শ্মশান, করোনা আক্রান্ত ভারতকে দেখে 'হৃদয়ে রক্তক্ষরণ' প্রিয়াঙ্কার

প্রিয়াঙ্কা চোপড়া, ছবি ইনস্টাগ্রাম

লন্ডন, ২৯ এপ্রিল: তিনি লন্ডনে বসে রয়েছেন কিন্তু তাঁর পরিবার, বন্ধু সবাই ভারতে। কোভিড যেভাবে সারা ভারত জুড়ে দাপিয়ে বেড়াচ্ছে, সেই ছবি দেখলে ভয়ে, আতঙ্কে সিঁটিয়ে যাচ্ছেন তিনি। করোনার হাত থেকে কীভাবে রক্ষা পাবেন, সেই চিন্তাই ঘোরাফেরা করছে তাঁর মনে। করোনার (COVID 19) হাত থেকে ভারতকে রক্ষা করতে সবাই এগিয়ে আসুন। হাতে হাত রেখে কাজ করুন। এবার এমনই আবেদন জানালেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)।

নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি ভিডিয়ো শেয়ার করেন প্রিয়াঙ্কা। যেখানে গোটা বিশ্বের কাছে তিনি ভারতকে (India) সাহায্যের জন্য আবেদন জানান। বিশ্বজুড়ে সবাই এক। তাই একজনের পাশে অন্যজন না দাঁড়ালে কিছুতেই এই বিপর্যয়ের (Pandemic) সঙ্গে লড়াই করা যাবে না বলেও মত প্রকাশ করেন পিগি।

 

পাশাপাশি ভারতে তাঁর বাড়ি। তাই ভারতে যখন হাসপাতালগুলিতে (Hospital) রোগী উপচে পড়ছে, অক্সিজেন (Oxygen) মিলছে না, শ্মশান উপচে পড়ছে, সেই ছবি দেখে তাঁর হৃদয় থেকে রক্তক্ষরণ হচ্ছে। ভারতকে কীভাবে এই পরিস্থিতি থেকে বের করে আনা যায়, সেই চেষ্টা সবাইকে করতে হবে বলেও আশা প্রকাশ করেন প্রিয়াঙ্কাচোপড়া।