Priyanka Chopra: বলিউডের অন্যতম জনপ্রিয় গান সসুরাল গেন্ডা ফুলে মজেছে প্রিয়াঙ্কা ও তাঁর মেয়ে, (দেখুন ভিডিও)

ছোটবেলা থেকেই মেয়েকে হিন্দি গান শোনাচ্ছেন প্রিয়াঙ্কা। মা মেয়ে দুজনে মিলে একান্তে সময় কাটানোর সেই ভিডিয়োই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

Photo Credit_Instagram

দীর্ঘদিন হলিউডে কাজ করে ও বিদেশে থেকেও নিজের সংস্কৃতি ভোলেননি। হোলি থেকে শুরু করে নবরাত্রি ভারতীয় সমস্ত উৎসবই সেলিব্রেট করেন প্রিয়াঙ্কা।প্রিয়াঙ্কা চোপড়ার মতোই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় তাঁর মেয়ে মালতী মেরি চোপড়া জোনাস। মেয়ের মুখ প্রকাশ্যে না আনলেও তাঁরনানা ছবি শেয়ার করেন প্রিয়াঙ্কা। সম্প্রতি সামনে এসেছে মালতী মেরির একটি মিষ্টি ভিডিও, যেখানে বলিউডের অন্যতম জনপ্রিয় গান সসুরাল গেন্ডা ফুলে মজেছে প্রিয়াঙ্কা ও তাঁর মেয়ে।ভিডিওতে পিছন থেকেই দেখা যাচ্ছে ছোট্ট মালতী মেরিকে, পরনে তার গোলাপি রঙের ফ্রক, মাথায় তার সঙ্গে ম্যাচিং একটি হেয়ার ব্যান্ড। মায়ের সঙ্গে হিন্দি গানে তাল মেলাচ্ছে একরত্তি। সেই ভিডিওতেই মজে নেটপাড়া।মা মেয়ে দুজনে মিলে একান্তে সময় কাটানোর সেই ভিডিওই এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka (@priyankachopra)