PM Modi’s Mother Heeraben Passes Away: প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকাহত বলিউড, জানালেন শোকবার্তা
১০০ বছরে বিদায় নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী (PM Modi’s Mother Heeraben Passes Away)। শুক্রবার, ৩০ ডিসেম্বর সকালে বিদায় নিলেন প্রধানমন্ত্রীর মা। আহমেদাবাদের হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন হীরাবেন মোদী (Heeraben Modi)। বছর শুরুর আগেই মাতৃহারা হলেন মোদী (Narendra Modi)। শোকের পাহাড় ভেঙে পড়েছে তাঁর মাথায়। প্রধানমন্ত্রীর মেয়ের মৃত্যুতে রাজনীতিবিদ থেকে বলিউড তারকারা শোক প্রকাশ করেছেন। সোশ্যাল মিডিয়ায় জাহির করেছেন শোকবার্তা।
শোকপ্রকাশ করেছেন কঙ্গনা রানাউতঃ
শোকবার্তা জানিয়ে টুইট করেছেন অনুপম খেরঃ
টুইট করেছেন অক্ষয় কুমারঃ
শোক প্রকাশ করেছেন অজয় দেবগনঃ