Renukaswamy Murder Case: পবিত্রা গৌড়া এবং দর্শনের সম্পর্ক নিয়ে ভুল ব্যাখা দিচ্ছে কর্নাটক পুলিশ ও স্বরাষ্ট্রমন্ত্রী, দাবি সুপারস্টারের স্ত্রীর

পবিত্রা গৌড়া (Pavithra Gowda) কন্নড় সুপারস্টার দর্শন থুগুদীপার (Darshan Thoogudeepa) স্ত্রী নয়, বৃহস্পতিবার বেঙ্গালুরু পুলিশ কমিশনার বি দয়ানন্দকে চিঠি লিখে এমনটাই জানালেন বিজয়লক্ষ্মী। ২০০৩ সালে আইনি এবং সামাজিকভাবে তাঁর সঙ্গেই বিয়ে হয় দর্শনের। এমনকী দুজনের ছেলেও রয়েছে, তাঁর নাম বিনেশ। কিন্তু রেনুকাস্বামী হত্যাকাণ্ডে দর্শন ও পবিত্রাকে গ্রেফতার করার পর পুলিশ এই দুজনকে স্বামী-স্ত্রী সম্পর্কে জড়িয়ে ফেলছে। আর এতে সব জায়গায় সমস্যায় পড়ছেন অভিনেতার আসল স্ত্রী ও ছেলে। যার ফলে এদিন চিঠি লিখে বেঙ্গালুরু পুলিশকে ভুল সংশোধন করার অনুরোধ করেছেন দর্শনের স্ত্রী বিজয়লক্ষ্মী।

তিনি চিঠিতে লিখেছেন, "পবিত্রা এবং দর্শন প্রথমে বন্ধু ছিলেন, পরবর্তীকালে সম্পর্কে জড়িয়েছেন। কিন্তু আইনিভাবে তাঁরা বিয়ে করেননি। ফলে সম্প্রতি সাংবাদিক সম্মেলনে পুলিশের পক্ষ থেকে দুজনকে স্বামী-স্ত্রী বলা হয় এবং রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও জাতীয় সংবাদমাধ্যমে ওদের সম্পর্ককে ভুল ব্যাখা দেন, এমনকী রেকর্ডেও দুজনকে স্বামী-স্ত্রী বলা হয়েছে। কিন্তু পবিত্রার সংসার রয়েছে। তাঁর স্বামী এবং মেয়ে রয়েছে। আইনিভাবে কোনও সম্পর্কই বিচ্ছেদ হয়নি। ফলে এই ভুলটা শুধরে না নিলে পরবর্তীকালে আমার ও আমাদের ছেলের জীবনে সমস্যা সৃষ্টি হবে"।

প্রসঙ্গত, নিজের ভক্ত রেনুকাস্বামীকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন কন্নড় সুপারস্টার দর্শন। সেই সঙ্গে গ্রেফতার হয়েছেন তাঁর পার্টনার পবিত্রা গৌড়া সহ ফ্যানক্লাব ও অভিনেতার ঘনিষ্ট মোট ১৫ জন। মূলত পবিত্রা গৌড়াকে অশালীন মেসেজ করার কারণে ফ্যানক্লাবের কয়েকজন সদস্যদের সাহায্যে রেনুকাস্বামীকে মাসখানেক আগে অপহরণ করেছিলেন দর্শন। পরে তাঁকে মারধর করে নালাতে দেহ ফেলে দেয় তাঁরা। এই ঘটনার তদন্তে নেমে কর্নাটক পুলিশ গ্রেফতার করে দর্শন ও পবিত্রাকে।



@endif