Oppenheimer OTT Release: স্মার্ট টিভিতে বাংলায় দেখুন অস্কার জয়ী সিনেমা ওপেনহাইমার, জানুন কোথায়

এবারের অস্কারের মঞ্চে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পরিচালক সহ বেশীরভাগ বিভাগেই পুরস্কার জিতে নেয় 'ওপেনহাইমার'।

Photo Wikipedia

এবারের অস্কারের মঞ্চে সেরা সিনেমা, সেরা অভিনেতা, সেরা পরিচালক সহ বেশীরভাগ বিভাগেই পুরস্কার জিতে নেয় 'ওপেনহাইমার'(Oppenheimer)। বিখ্যাত পরিচালক ক্রিস্টোফার নোলানের সিনেমা 'ওপেনহাইমা'র-কে মাস্টারক্লাস, চিরকালীন সেরাদের আসনে রাখা হচ্ছে। শুধু শ্রেষ্ঠত্বের পুরস্কার মঞ্চেই নয় বক্স অফিসেও নয়া রেকর্ড গড়ে 'ওপেনহাইমার'। পরমাণু বোমার আবিষ্কারকর্তা রবার্ট জে ওপেনহাইমারের জীবনের ওপর তৈরি হওয়া কিলিয়ান মারফি অভিনীত এই সিনেমা সবার দেখা উচিত বলেই চলচ্চিত্র গবেষকরা বলছেন। সেই ওপেনহাইমার এবার ভারতে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করল।

ভাল খবর হল, নোলানের 'ওপেনহাইমার' বাংলাতেও দেখা যাচ্ছে। ইংরেজি বুঝতে অসুবিধা হওয়ার জন্য যারা হলিউডের সেরা সিনেমাগুলি দেখতে পারেন না তাদের দারুণ সুবিধা হল। জিও সিনেমা ওপেনহাইমার-এর বাংলা ডাবিং করিয়েছে বাঙালী দর্শকদের সুবিধার জন্য। ইংরেজি, হিন্দি, বাংলা, তামিল, তেলেগু, মালায়ালাম ও মারাঠি-তে জিও সিনেমা প্রিমিয়ামে দেখা যাবে 'ওপেনহাইমার'।

দেখুন খবরটি

জিও সিনেমা প্রিমিয়াম হল জিও সিনেমার বেশী টাকার সাবস্ক্রিপশন প্ল্যানের একটি বিশেষ শাখা। বছরে ৯৯৯ টাকার সাবস্ক্রিপশনে দেখতে পাওয়া যায় জিও সিনেমা প্রিমিয়াম। ওপেনহাইমারের মত গত বছর মুক্তিপ্রাপ্ত বিশ্বের সবচেয়ে হিট সিনেমা 'বার্বি' দেখা যাবে এই ওটিটি প্ল্যাটফর্ম। পাশাপাশি হলিউডের বেশ কিছু বড় হিট সিনেমা, ওয়েব সিরিজও জিও সিনেমা প্রিমিয়ামের মাধ্যমে দেখা যাবে।



@endif