Odia Actress Ruchismita Guru Died: আকাঙ্ক্ষার পর রুচিস্মিতা, ওড়িশা অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার
২৬ মার্চ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রুচিস্মিতাকে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
একের পর এক তরুণ অভিনেত্রীদের আচমকা মৃত্যু। ভোজপুরী অভিনেত্রী আকাঙ্ক্ষা দুবের (Akanksha Dubey) পর এবার ওড়িশা অভিনেত্রী রুচিস্মিতা গুরুর (Odia Actress Ruchismita Guru) ঝুলন্ত দেহ উদ্ধার। ২৬ মার্চ ওড়িশার বালাঙ্গিরে কাকার বাড়ি থেকে উদ্ধার হয়েছে অভিনেত্রী ঝুলন্ত দেহ।
মূলত ওড়িশা মিউজিক ভিডিয়োতে অভিনয় করতেন রুচিস্মিতা গুরু (Ruchismita Guru)। এছাড়াও বিভিন্ন স্টেজ শোও করতেন তিনি। তারকার আত্মহত্যায় ভেঙে পড়েছেন পরিবার। ২৬ মার্চ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রুচিস্মিতাকে। দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্যে।
ওড়িশার এক সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মৃত তারকার মা জানান, রাতের খাবারে আলু পরোটা বানানো নিয়ে মেয়ের সঙ্গে কথা কাটাকাটি হয়েছিল তাঁর। রাত ৮ টায় মেয়ে আলুর পরোটা বানাতে বলেছিল। কিন্তু মা তাঁকে জানায়, ১০ টায় বানাবেন। এই নিয়ে দুজনের মধ্যে বচসা বাধে। এরপর নিজের ঘরে চলে যায় রুচিস্মিতা। যেখানে তাঁকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।