Hrithik Roshan: 'তুমি গ্রিক গড', অনুরাগীদের সঙ্গে হৃতিকে মুগ্ধ বলিউডও

বলিউড অভিনেতার ভক্তদের পাশাপাশি হৃতিকের ছবি দেখে মুগ্ধ হন ফারাহ খানও। হৃতিককে যাঁরা গ্রিক গড বলে সম্মোধন করেন, তাঁরা একেবারেই ভুল নন বলে মন্তব্য করেন বলিউডের এই কোরিওগ্রাফার পরিচালক।

ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২ জুলাই: তোমায় যাঁরা 'গ্রিক গড' বলেন, তাঁরা কিছু ভুল বলেন না। হৃতিকের ( Hrithik Roshan) ছবি দেখে এমনই মন্তব্য করলেন ফারাহ খান কুন্দ্রা (Farah Khan)।

সম্প্রতি ডাব্বু রত্নানির লেন্সে ধরা পড়েন হৃতিক রোশন। বলিউডের (Bollywood) অন্য সেলেবদের মতো হৃতিককেও নতুনভাবে লেন্সে ধরেন সেলিব্রিটি ফটোগ্রাফার। ডাব্বুর লেন্সে হৃতিক যেভাবে ধরা পড়েন, সেখানে তাঁর শরীরে প্রত্যেকটি অ্যাবস ফুটে ওঠে। যা দেখে আপ্লুত হৃতিকের অনুরাগীরা।

 

 

View this post on Instagram

 

বলিউড অভিনেতার ভক্তদের পাশাপাশি হৃতিকের ছবি দেখে মুগ্ধ হন ফারাহ খানও। হৃতিককে যাঁরা গ্রিক গড বলে সম্মোধন করেন, তাঁরা একেবারেই ভুল নন বলে মন্তব্য করেন বলিউডের এই কোরিওগ্রাফার পরিচালক।

আরও পড়ুন: Mandira Bedi: রাজের মৃত্যুর পর মন্দিরার পোশাক, কাজ নিয়ে সমালোচনা কেন, সমালোচকদের একহাত সোনার

দেখুন কী লিখলেন ফারাহ...

হৃতিকের পাশাপাশি কিয়ারা আদবাণী, সানি লিওন সহ একাধিক সেলিব্রিটিকে লেন্সবন্দি করেন ডাব্বু রত্নানি।



@endif