Sneha Ullal: ঐশ্বর্যর মতো সাজ, রাইয়ের 'হমশকল', ভাইরাল স্নেহা উলালের ছবি

স্নেহা, ঐশ্বর্য, ছবি ইনস্টাগ্রাম

মুম্বই, ২৭ মে : ঐশ্বর্য রাই বচ্চনের 'যোধা আকবরের' সাজে সাজলেন স্নেহা উলাল৷ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই যোধা আকবরের লুক শেয়ার করেন স্নেহা৷ যা দেখে তাঁকে ঐশ্বর্য রাই বচ্চনের (Aishwarya Rai Bachchan) 'জেরক্স' বলে উল্লেখ করেন অনেকে৷ শুধু তাই নয়,  স্নেহা উলালের ( Sneha Ullal) ওই ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷

দেখুন...

 

 

View this post on Instagram

 

'লাকি' দিয়ে বলিউডে (Bollywood) পা রাখেন স্নেহা উলাল৷ সলমন খানের বিপরীতে ওই সিনেমায় অভিনয় করেন স্নেহা৷ ঐশ্বর্য রাইয়ের বিচ্ছেদের জেরেই সলমন স্নেহাকে খুঁজে বের করেন এবং নিজের সিনেমায় তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেন তিনি৷ ঐশ্বর্যর সঙ্গে বিচ্ছেদের কষ্ট ভুলতেই সলমন ওই সময় স্নেহা উলালকে খুঁজে বের করেন বলে অনেকে মন্তব্য করেন৷

আরও পড়ুন:  Anurag Kashyap: বুকে ব্যথা, হঠাৎ অসুস্থ অনুরাগ কাশ্যপ

যদিও সলমন খান (Salman Khan) বা স্নেহা উলাল এ বিষয়ে কখনও কোনও মন্তব্য করেননি৷ তবে লাকি-র পর বলিউডে আর সেভাবে দেখা যায়নি স্নেহা উলালকে ৷