Munmun Dutta: কাদা মেখে স্নান মুনমুন দত্তের, 'জেঠার' হাল নিয়ে চিন্তায় নেটিজেনরা
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পর্দার ববিতাজি যখন ওই ছবি শেয়ার করেন, নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে মজা শুরু করেন।
মুম্বই, ১৭ জুলাই: ডেড সি (Dead Sea) অর্থাৎ মৃত সাগরের পাড় থেকে ছবি শেয়ার করলেন মুনমুন দত্ত। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলেই ডেড সি-এর পাড় থেকে ছবি শেয়ার করেন 'তারক মেহতা কা উলটা চশমার' ববিতাজি (Babita)। কি অবাক লাগছে শুনে! তাহলে দেখুন ছবি...
View this post on Instagram
জর্ডনে ২০১৭ সালে বেড়াতে যান মুনমুন দত্ত (Munmun Dutta )। সেখানে গিয়েই কাদা মেখে স্নান করে (Mud Bath), সেই ছবি শেয়ার করেন মুনমুন দত্ত। ২০১৭ সালের পুরনো ছবি শেয়ার করে কার্যত স্মৃতি হাতড়াচ্ছেন মুনমুন।
আরও পড়ুন: COVID19: রাত ৯টা থেকে ভোর ৫টা, বাড়ির বাইরে বেরলে পদক্ষেপ, ফের কড়া নবান্ন
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পর্দার ববিতাজি যখন ওই ছবি শেয়ার করেন, নেটিজেনদের একাংশ তাঁকে নিয়ে মজা শুরু করেন। কেউ বলেন, জেঠালালের জন্য এতকিছু। কেউ বলতে শুরু করেন,জেঠালাল তাঁর সৌন্দর্য দেখে এবার কুপোকাত হয়ে যাবেন। সবকিছু মিলিয়ে, মুনমুন দত্তের ওই ছবি দেখে, তারক মেহতার জেঠালালের কী হবে বলে অনেকে মন্তব্য করেন।
আরও পড়ুন: Anushka Sharma: বিরাটই তাঁর বড় ভক্ত, বললেন অনুষ্কা
প্রসঙ্গত, ডেড সি-এর পাড়ে কাদা মেখে স্নান করে রানি ক্লিওপেট্রা তাঁর সৌন্দর্য ধরে রাখতেন বলে কথিত আছে। সেই অনুযায়ী, জর্ডনে বেড়াতে গেলেই ডেড সি-এর পাড়ে ভিড় জমাতে দেখা যায় পর্যটকদের।