Rakhi Sawant Files Complaint Against Adil Durrani: গয়না, অর্থ হড়পের অভিযোগ, আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের রাখি সাওয়ান্তের

আদিল খান দুরানির সঙ্গে অন্য একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। এমনকী আদিল তাঁকে মারধর করেছেন, তাঁর গয়না, অর্থ হড়প করেছেন বলেও অভিযোগ করেন রাখি।

Rakhi Sawant, Adil Khan Durrani (Photo Credit: Video Screen Grab)

মুম্বই, ৭ ফেব্রুয়ারি: আদিল খান দুরানির (Adil Khan Durrani) বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন রাখি সাওয়ান্ত (Rakhi Sawant)। মুম্বইয়ের ওশিওয়াড়া থানায় আদিল খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাখি। আদিল খান দুরানি তাঁর অর্থ  এবং গয়না হড়প করেছেন। বলিউড অভিনেত্রী এমনই অভিযোগ দায়ের করেন আদিল খানের বিরুদ্ধে। রাখি সাওয়ান্তের অভিযোগের পর আদিল খান দুরানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ এবং ৪২০ ধারায় দায়ের করা হয়েছে অভিযোগ। রাখি সাওয়ান্তের অভিযোগের পর আদিল খান দুরানিকে জিজ্ঞাসাবাদের  জন্য ওশিওয়াড়া থানায় ডেকে পাঠানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

আরও পড়ুন: Rakhi Sawant - Sherlyn Chopra: '১০ জন প্রেমিক', শার্লিনের মন্তব্যে আদিলের প্রশ্নের মুখে পড়ে রাখি গেলেন থানায়

আদিল খান দুরানির সঙ্গে অন্য একজনের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেন রাখি সাওয়ান্ত। এমনকী আদিল তাঁকে মারধর করেছেন, তাঁর গয়না, অর্থ হড়প করেছেন বলেও অভিযোগ করেন রাখি। সংবাদমাধ্যমের সামনে একাধিকবার আদিলের বিরুদ্ধে সরব হওয়ার পর এবার তাঁর বিরুদ্ধে থানায় হাজির হলেন রাখি সাওয়ান্ত।



@endif