Malaika Arora's Father Anil Arora Dies by Suicide: ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা মালাইকার বাবার, দুঃসংবাদ পেতেই প্রাক্তন স্ত্রীর বাড়িতে ছুটলেন আরবাজ, দেখুন

অভিনেত্রীর বাবার মৃত্যু সংবাদ পেয়ে মালাইকার মায়ের বাড়িতে হাজির হন আরবাজ খান। অভিনেত্রী মালাইকা অরোরার বাড়িতে হাজির হতেই, ক্যামেরাবন্দি হন আরবাজ।

Malaika Arora With Family (Photo Credit: File Photo)

মুম্বই, ১১ সেপ্টেম্বর: মালাইকা অরোরার (Malaika Arora) বাবা অনিল অরোরা (Anil Arora) প্রয়াত। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মালাইকা অরোরার বাবা। ঘটনাস্থলে হাজির হয়েছে মুম্বই পুলিশের একটি দল। কী কারণে মালাইকার বাবা অনিল অরোরা আত্মহত্যা করেন, সে বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।

মালাইকা অরোরার বাবার মৃত্যু সংবাদ পেতেই সেখানে হাজির হয় মুম্বই পুলিশের একটি দল...

 

এদিকে অভিনেত্রীর বাবার মৃত্যু সংবাদ পেয়ে মালাইকার মায়ের বাড়িতে হাজির হন আরবাজ খান (Arbaaz Khan)। অভিনেত্রী মালাইকা অরোরার বাড়িতে হাজির হতেই, ক্যামেরাবন্দি হন আরবাজ। সেখানেই দেখা যায়, মালাইকা অরোরার বাড়িতে প্রবেশের জন্য অপেক্ষারত আরবাজ খান।

প্রসঙ্গত দীর্ঘ বছর ধরে সংসারের পর আরবাজ খানের সঙ্গে মালাইকা অরোরার বিচ্ছেদ হয়। আরবাজ-মালাইকার বিচ্ছেদ হলেও, ছেলে আরহানের জন্য মাঝামধ্যেই প্রাক্তন দম্পতিকে একসঙ্গে বিমানবন্দরে দেখা যায়। এমনকী, বিচ্ছেদ হলেও প্রাক্তন স্বামীকে নিয়ে খোলামেলা আলোচনা হলে, সেখানে মন্তব্য করতে শোনা যায় মালাইকাকে। সবকিছু মিলিয়ে বিচ্ছেদের পর সম্পর্কের বাধা পেরিয়ে বন্ধুত্ব প্রায় সব সময়ই ধরে রাখতে দেখা যায় আরবাজ খান এবং মালাইকা অরোরাক।

মালাইকার বাবা অনিল অরোরার মৃত্যুতে প্রাক্তন স্ত্রীর বাড়িতে আরবাজ খান। দেখুন ভিডিয়ো...