Leo: পরিচালকের দর্শন পেতে প্রেক্ষাগৃহে জনজোয়ার, লিও প্রচারে গিয়ে আহত লোকেশ কনগরাজ
মঙ্গলবার কেরলের পালাক্কাদের আরোমা প্রেক্ষাগৃহে এসেছিলেন পরিচালক। আর সেখানেই চোট পান তিনি। লোকেশকে দেখার জন্যে প্রেক্ষাগৃহে জনজোয়ার তৈরি হয়। সেই ধাক্কাধাক্কিতেই সামান্য চোট পান পরিচালক।
চলচ্চিত্র নির্মাতা লোকেশ কনগরাজের (Lokesh Kanagaraj) সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি লিও (Leo) ঝড় তুলেছে বক্স অফিসে। বিজয় (Vijay), সঞ্জয় দত্ত (Sanjay Dutt), তৃষা কৃষ্ণন (Trisha Krishnan) অভিনীত এই ছবির প্রচারে এসে চোট পেলেন পরিচালক। মঙ্গলবার কেরলের (Kerala) পালাক্কাদের আরোমা প্রেক্ষাগৃহে এসেছিলেন পরিচালক। আর সেখানেই চোট পান তিনি। লোকেশকে দেখার জন্যে প্রেক্ষাগৃহে জনজোয়ার তৈরি হয়। সেই ধাক্কাধাক্কিতেই সামান্য চোট পান পরিচালক। যার জেরে এদিন লোকেশের কেরলের আরও দুটি থিয়েটারে প্রচার এবং সাংবাদিক বৈঠকের পূর্ব নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়েছে।
টুইট করে পরিচালক জানিয়েছেন, 'এত ভালবাসা দেওয়ার জন্যে কেরলকে ধন্যবাদ। পালাক্কাদে আপনাদের সবাইকে দেখে অভিভূত, খুশি এবং কৃতজ্ঞ। ভিড়ের মধ্যে একটি ছোট আঘাতের কারণে, আমি অন্য দুটি ভেন্যু এবং প্রেস মিটিংয়ে যেতে পারিনি। আমি অবশ্যই শীঘ্রই কেরলে আপনাদের সকলের সঙ্গে দেখা করতে ফিরে আসব। ততক্ষণ পর্যন্ত একই ভালবাসার সঙ্গে লিও উপভোগ করা চালিয়ে যান'।
দেখুন প্রেক্ষাগৃহের জনসমুদ্র...