Mithun Chakraborty: সলমন, শাহরুখের পর মিঠুন চক্রবর্তীকে হুমকি পাকিস্তানি গ্যাংস্টারের, 'ক্ষমা' চাইতে হবে বলে দিন বেধে দিল লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গী

এর আগে কখনও সলমন খান আবার কখনও শাহরুখ খানকে হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানকে আদালতের তরফে মুক্ত করা হলেও, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি অব্যাহত। এমনকী সলমন খানের ব্যান্দ্রার বাড়ির ব্যালকনি লক্ষ্য করে গুলিও চালানো হয়।

Mithun Chakraborty (Photo Credit: ANI/Twitter)

কলকাতা, ১১ নভেম্বর: এবার হুমকি দেওয়া হল মিঠুন চক্রবর্তীকে (Mithun Chakraborty)। সলমন খান এবং শাহরুখ খানের পর এবার বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে হুমকি দিল লরেন্স বিষ্ণোইয়ের পাকিস্তানি সঙ্গী শাহজাদ ভাট্টি। দুবাইয়ের বাসিন্দা শাহজাদ হুমকি দিয়ে জানায়, মিঠুন চক্রবর্তীকে ১০-১৫ দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে। অমিত শাহের জনসভা থেকে মিঠুন চক্রবর্তী একটি ধর্মীয় সম্প্রদায়ের মানুষকে অপমান করেছেন বলে অভিযোগ। নিজের বক্তব্যের জন্য মিঠুন চক্রবর্তীকে ক্ষমা চাইতে হবে বলে দাবি করা হয় বিষ্ণোই গ্যাংয়ের পাকিস্তানি সঙ্গী শাহজাদ ভাট্টির তরফে। নিজের সোশ্যাল হ্যান্ডেলের মাধ্যমে মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে সুর চড়ায় শাহজাদ ভাট্টি।

প্রসঙ্গত এর আগে কখনও সলমন খান আবার কখনও শাহরুখ খানকে হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। কৃষ্ণসার হরিণ শিকার মামলায় সলমন খানকে আদালতের তরফে মুক্ত করা হলেও, বিষ্ণোই গ্যাংয়ের হুমকি অব্যাহত। এমনকী সলমন খানের ব্যান্দ্রার বাড়ির ব্যালকনি লক্ষ্য করে গুলিও চালানো হয়।

সলমনের পর শাহরুখ খানকে দেওয়া হয় হুমকি। ফৈজ়ান খান নামে ছত্তিশগড়ের এক বাসিন্দার ফোন থেকে হুমকি দেওয়া হয় শাহরুখকে। যদিও পেশায় আইনজীবী ফৈজ়ান দাবি করেন, তাঁর মেবাইল ২ অক্টোবর চুরি হয়ে গিয়েছে। তাই তাঁর মোবাইল ব্যবহার করে কে বা কারা শাহরুখ খানকে হুমকি দিয়েছে, তা তাঁর জানা নেই। যদিও পুলিশ ফৈজ়ান কানের উপর নজর রাখতে শুরু করেছে।



@endif