Salman Khan: বিষ্ণোইদের ব্ল্যাঙ্ক চেক দিতে চান সলমন, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই রমেশের বিস্ফোরক দাবি

ভারতে ১১০ একর জমি রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের। যা পর্যাপ্ত। তাই হুমকি দিয়ে অর্থ আদায় করা লরেন্স বিষ্ণোই কখনও করে না বলেও দাবি করেন গ্যাংস্টারের তুতো ভাই। হুমকি দিয়ে অর্থ আদায় লরেন্স বিষ্ণোইয়ের কখনও করতে হয় না বলেও দাবি করেন রমেশ।

Salman Khan, Lawrence Bishnoi (Photo Credit: File Photo)

মুম্বই, ২৫ অক্টোবর: গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi) তুতো ভাই রমেশ বিষ্ণোই এবার সলমন খানকে (Salman Khan)  নিয়ে মুখ খুললেন। রমেশ বিষ্ণোই এক সংবাদমাদ্যমের সাক্ষাৎকারে দাবি করেন, বছর কয়েক আগে সলমন খান তাঁদের কাছে যান। যেখানে ব্ল্যাঙ্ক চেক নিয়ে অভিনেতা হাজির হন বিষ্ণোইদের কাছে। ব্ল্যাঙ্ক চেকবুকে যা ইচ্ছা সংখ্যা তাঁরা বসিয়ে নিতে পরেন বলে বিষ্ণোই সম্প্রদায়কে প্রস্তাব দেন সলমন খান। এরপরই রমেশ বিষ্ণোই আরও যোগ করেন, তাঁরা যদি অর্থ চাইতেন, তাহলে অনেক আগেই এসব মিটে যেত। অর্থলোভী হলে, সলমন খানের দেওয়া প্রস্তাব সেদিনই তাঁরা গ্রহণ করতে পারতেন বলেও দাবি করেন রমেশ বিষ্ণোই। সলমন খানের কীর্তির কথা শুনে ওই সময় তাঁর রক্ত গরম হয়ে যায় বলেও মন্তব্য করেন রমেশ বিষ্ণোই। প্রসঙ্গত সলমন খানের বাবা সেলিম খান দাবি করেন, টাকার জন্য লরেন্স বিষ্ণোই তাঁর ছেলেকে বার বার নিশানা করছে। সেলিম খানের ওই অভিযোগ কার্যত নস্যাৎ করে দেন রমেশ বিষ্ণোই।

আরও পড়ুন: Anmol Bishnoi: কানাডায় লুকিয়ে আনমোল বিষ্ণোই? গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাইয়ের খোঁজ দিলে ১০ লক্ষের পুরস্কার ঘোষণা

ভারতে ১১০ একর জমি রয়েছে লরেন্স বিষ্ণোইয়ের। যা পর্যাপ্ত। তাই হুমকি দিয়ে অর্থ আদায় করা লরেন্স বিষ্ণোই কখনও করে না বলেও দাবি করেন গ্যাংস্টারের তুতো ভাই। হুমকি দিয়ে অর্থ আদায় লরেন্স বিষ্ণোইয়ের কখনও করতে হয় না বলেও দাবি করেন রমেশ।

১৯৯৮ সালে রাজস্থানে 'হম সাথ সাথ হ্যায়'-র শ্যুটিংয়ের সময় কৃষ্ণসার হরিণ (Blackbuck) শিকার করেন সলমন খান। কৃষ্ণসার মামলা আদালতে উঠলে, বেশ কয়েক বছর পর সলমন খানকে জামিন দেওয়া হয়। সলমন জামিন পেলেও, লরেন্স বিষ্ণোই সুপারস্টারকে হুমকি দিতে শুরু করে। সলমন খানকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি করে লরেন্স বিষ্ণোই।  পাশাপাশি সলমন খানকে যে বা যাঁরা সাহায়্য করবেন, তাঁদের ফল ভুগতে হবে বলেও হুমকি দেয় লরেন্স বিষ্ণোই।