Lakshmi Puja 2023: নিজে হাতে ভোগ বানিয়ে লক্ষ্মীদেবীর আরাধনায় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত, শেয়ার করলেন ছবি (দেখুন পোস্ট)

শুক্রবার ছিলেন দুর্গাপুজোর কার্নিভালে। তাঁর পরের দিনই নিজের কলকাতার বাড়িতে ঘরোয়া ভাবে পালন করলেন লক্ষ্মী পুজো। গতবছর কলকাতায় না থাকলেও সিঙ্গাপুরে পুজো করেছিলেন ঋতুপর্ণা।

Rituparna Lakshmi Puja celebrate Photo Credit: Instagram@Rituparna Sengupta

লক্ষ্মী পুজোয় টলিপাড়ায় এদিন প্রায় অধিকাংশ সেলেবের বাড়িতেই পুজো হতে দেখা যায়। পুজোর আমেজে কোথাও যেন মিশে থাকে আন্তরিকতা। কোথাও বড় প্রতিমা, কোথাও আবার ছোট্ট প্রতিমা এনে নিজের মতো পরে পারিবারিক আয়োজন। সেই তালিকা থেকে বাদ পড়েন না অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও।খুব একটা জাকজমক করে পুজো না হলেও যখন যেমন তখন তেমন ভাবে পুজো করতে দেখা যায় তাঁকে। পুজোর পর কয়েকটা দিন তাঁর কাটে কলকাতাতেই। শুক্রবার ছিলেন দুর্গাপুজোর কার্নিভালে। তাঁর পরের দিনই নিজের কলকাতার বাড়িতে ঘরোয়া ভাবে পালন করলেন লক্ষ্মী পুজো। গতবছর কলকাতায় না থাকলেও সিঙ্গাপুরে  পুজো করেছিলেন ঋতুপর্ণা। প্রতিবছরই এইদিনটি তিনি নিজের মতো করেই পালন করেন। ঘরের পুজো ও ভোগের ছবি নিজেই শেয়ার করেছেন ইনস্টাগ্রামে-

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

 

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)