Kubra Aykut Dies by Suicide: ২৬-এ আত্মঘাতী কুবরা আয়কুত, তুরস্কের টিকটকারের আকস্মিক মৃত্যুতে হতবাক ভক্তমহল
বছর ২৬-এর কুবরা আত্মঘাতী হয়েছেন। ইস্তাম্বুলের সুলতানবেইলি জেলায় তাঁর বিলাসবহুল আবাসনের পাঁচ তলার নীচ থেকে উদ্ধার হয়েছে দেহ।
তুরস্কের জনপ্রিয় টিকটক ইনফ্লুয়েন্সার কুবরা আয়কুতের (Kubra Aykut) আকস্মিক মৃত্যু। জানা যাচ্ছে, বছর ২৬-এর কুবরা আত্মঘাতী হয়েছেন। ইস্তাম্বুলের সুলতানবেইলি জেলায় তাঁর বিলাসবহুল আবাসনের পাঁচ তলার নীচ থেকে উদ্ধার হয়েছে দেহ। ওই আবাসন থেকেই ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করেন তিনি। তুরস্কের সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। ঘটনায় আবাসিকদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
মৃত্যুর কয়েক দিন আগে থেকে টিকটকে (Tiktok) আয়কুতের করা পোস্টগুলি বেশ সন্দেহজনক মনে হত তাঁর অনুরাগীদের। তবে তিনি যে এমন কোন চরম পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন তা ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। মারা যাওয়ার কয়েক ঘণ্টা আগেও টিকটকে একটি ভিডিয়ো পোস্ট করেন তিনি। কুবরা নিজের অ্যাপার্টমেন্ট পরিষ্কার করার একটি ভিডিয়ো শেষ পোস্ট করেন। আর তারপরেই টিকটকারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। গত ২৩ সেপ্টেম্বর মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশের প্রাথমিক তদন্তের ভিত্তিতে আত্মহত্যার তত্ত্বটি উঠে এসেছে।
আত্মঘাতী টিকটকার কুবরা আয়কুত...
পুলিশ সূত্রে খবর, মৃতদেহের কাছ থেকে উদ্ধার হওয়া চিঠিতে লেখা রয়েছে, 'আমি স্বেচ্ছায় ঝাঁপ দিয়েছি। কারণ আমি আর বাঁচতে চাই না। সকলের কাছে আমি ভালো হলেও, আমি নিজের চোখে ভালো নয়'। চিঠিতে তিনি আরও লেখেন, 'সারাজীবন ভালো মানুষ হয়ে বেঁচে থেকে আমি কিছুই পাইনি। জীবনে স্বার্থপর হলে তবেই ভালো থাকা যায়'।