Kaun Banega Crorepati 12: পুরস্কারের টাকায় স্ত্রীয়ের মুখের প্লাস্টিক সার্জারি করাতে চান, কেবিসি-১২ প্রতিযোগীর মন্তব্যে হতবাক অমিতাভ বচ্চন

করোনা আবহেই হইহই করে চলছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) উপস্থাপিত জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি-১২। সেখানেই এক প্রতিযোগীর আকাঙ্খা শুনে একেবারে থ বিগ-মি। ওই কেবিসি প্রতিযোগীর নাম খোসলেন্দ্র সিং তোমর। তিনি কেবিসি-তে ৪০ হাজার টাকা জিতে নিয়েছেন। এই পুরস্কার অর্থ দিয়ে কী করবেন তা খোসলেন্দ্র সিংয়ের কাছে মজার ছলেই জানতে চান শোয়ের উপস্থাপক অমিতাভ। বিগ-বি-র প্রশ্নের জবাবে ওই প্রতিযোগী বলেন, স্ত্রীর মুখে প্লাস্টিক সার্জারি করাবেন। কারণ গত ১৫ বছর ধরে ওই এক মুখ দেখতে দেখতে তাঁর একঘেয়ে লাগছে। খোসলেন্দ্র সিং তোমরের বক্তব্য শুনে রীতিমতো চমকেছেন অমিতাভ বচ্চন।

সেই প্রতিযোগীর সঙ্গে কেবিসি-১২ র মঞ্চে অমিতাভ (Photo Credits: Twitter)

করোনা আবহেই হইহই করে চলছে বলিউড শাহেনশা অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) উপস্থাপিত জনপ্রিয় টিভি শো কৌন বনেগা ক্রোড়পতি-১২। সেখানেই এক প্রতিযোগীর আকাঙ্খা শুনে একেবারে থ বিগ-মি। ওই কেবিসি প্রতিযোগীর নাম খোসলেন্দ্র সিং তোমর। তিনি কেবিসি-তে ৪০ হাজার টাকা জিতে নিয়েছেন। এই পুরস্কার অর্থ দিয়ে কী করবেন তা খোসলেন্দ্র সিংয়ের কাছে মজার ছলেই জানতে চান শোয়ের উপস্থাপক অমিতাভ। বিগ-বি-র প্রশ্নের জবাবে ওই প্রতিযোগী বলেন, স্ত্রীর মুখে প্লাস্টিক সার্জারি করাবেন। কারণ গত ১৫ বছর ধরে ওই এক মুখ দেখতে দেখতে তাঁর একঘেয়ে লাগছে। খোসলেন্দ্র সিং তোমরের বক্তব্য শুনে রীতিমতো চমকেছেন অমিতাভ বচ্চন। এদিকে সিনিয়র বচ্চনের প্রতিক্রিয়া দেখে সাততাড়াতাড়ি খোসলেন্দ্র সিং নিজেকে সামলে নেন। আরও পড়ুন-Jason Maharaj Called Hero: ছুটিতে থেকে বন্দুকধারী খুনেক সুকৌশলে নিরস্ত্র করে হিরো বনলেন ভারতীয় বংশোদ্ভূত পুলিশকর্মী

বলেন, তিনি ঠাট্টা করছিলেন। এমন কোনও ইচ্চে তাঁর নেই। যদিও প্রতিযোগীর মন্তব্যের ধাক্কা তখনও সামলে উঠতে পারেননি অমিতাভ। এর পরিপ্রেক্ষিতে তিনি বলেন, ঠাট্টা করেও এমন কথা বলা উচিত নয়। এই খোসলেন্দ্র সিং তোমর মধ্যপ্রদেশের এক গ্রামের পঞ্চায়েত সেক্রেটারি। তিনি কেবিসি-১২ এ অংশ নিয়ে জিতেছেন ৪০ হাজার টাকা।