Kareena Kapoor Khan: করোনা কেড়েছে বাবা-মাকে, এমন অসহায় শিশুদের সাহায্যে এগিয়ে এলেন করিনা

করিনা কাপুর খান

মুম্বই, ৩ মে: করোনা (Corona) সংক্রমণ যখন হু হু বাড়ছে, সেই সময় এবার ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন করিনা কাপুর খান। করোনার জেরে যে সমস্ত শিশুরা তাঁদের বাবা, মাকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে, তাদের উদ্ধার করে যাতে শিশু সুরক্ষা দফতরে পৌঁছে দেওয়া যায়, সেই চেষ্টা শুরু করলেন করিনা (Kareena Kapoor Khan)।

নিজের ইনস্টাগ্রাম (Instagram) হ্যান্ডেলে শিশু সুরক্ষা দফতরের একটি হেল্পলাইন নম্বর শেয়ার করা হয়। পাশাপাশি কোভিডে আক্রান্ত হয়ে কোনও  শিশুর বাবা-মায়ের মৃত্যু হলে, তাদের যাতে সুরক্ষিতভাবে একটি নির্দিষ্ট জায়গায় পৌঁছে নিরাপদে রাখা যায়, তার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন করেন বেবো।

জাতীয় শিশু সুরক্ষা দফতরের নম্বর নিয়ে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলের মাধ্যমে তা ছড়িয়ে দেন করিনা। অসহায় শিশুদের (Child) খুুঁজে পেলে, প্রত্যেকে যাতে তাদের নিরাপদে শিশু সুরক্ষা দফতরের হাতে তুলে দিতে পারেন, সেই আবেদন জানান বেবো।

আরও পড়ুন: Parambrata Chatterjee: ''বিশ্ব রগড়ানি দিবস'', নাম না করেই দিলীপকে তুলোধনা পরম, স্বস্তিকার

 

View this post on Instagram

 

মহামারী (Pandemic) যখন ডালপালা বিস্তার করে, মানুষের উপর আঘাত করছে, সেই সময় প্রত্যেকে যাতে সাবধানে থাকেন, নিরাপদে থাকেন, সেই আবেদন করেন করিনা। পাশাপাশি করোনার (COVID 19) সময় সবাই যাতে ঘরের মধ্যে থাকেন, সেই আবেদনও করতে দেখা যায় অভিনেত্রীকে। যদিও করিনার সেই আবেদন প্রকাশ্যে আসতেই, তাঁকে সমালোচনার মুখে পড়তে হয়।

রণবীর (Ranbir Kapoor) আলিয়াকে (Alia Bhatt)  নিয়ে মালদ্বীপে যাচ্ছেন করোনার মধ্যে। সারা আলি খান (Sara Ali Khan) যাচ্ছেন বেড়াতে। করিনার ভাই, সৎ মেয়ে যখন কোনও নিয়ম না মেনে বেড়াতে বের হচ্ছেন, তখন অভিনেত্রী অন্যকে কীভাবে জ্ঞান দিচ্ছেন বলে প্রশ্ন তোলেন অনেকে। যা নিয়ে অবশ্য পালটা কোনও মন্তব্য করেননি করিনা কাপুর খান।