Kandahar Teaser: ছবির টিজার শেয়ার করলেন আলি ফজল

ছবিতে সিআইএ এজেন্টের ভূমিকায় দেখা যাবে জেরার্ড বার্টলারকে

Photo Credit Instagram

অ্যাকশনে ভরপুর ছবি ‘কান্দাহারে’ এবার দেখা মিলবে ভারতীয় অভিনেতা আলি ফজলকে(Ali Fazal)।বৃহস্পতিবার সেই ছবির টিজার ইন্সটাগ্রামে শেয়ার করলেন তিনি।স্কটিশ অভিনেতা জেরার্ড বার্টলারকে(Gerard Burtler) ছবিতে দেখা যাবে মুখ্য ভূমিকায়।এই ছবিতে তিনি এক সিআইএ এজেন্টের ভূমিকা পালন করবেন।

২০২৩ এ মে মাসের ২৬ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে এই সিনেমা। আলির পাশাপাশি নাভিদ নেগেহবানকে, ট্রাভিস ফিমেল(Travis Fimmel ) এবং এলনাজ নরৌজিকে(Elnaaz Norouzi ) দেখা যাবে মুখ্য ভূমিকায়।

ছবি শেয়ার করার পর থেকেই ফ্যানেরা প্রতিক্রিয়া দিতে শুরু করেছেন। রিক রোমান ওয়াঘের(Ric Roman Waugh ) নির্দেশনায় তৈরি হয়েছে এই ছবি।এর আগেও অ্যাঞ্জেল হ্যাজ ফলেন, ফেলন নামের ছবি পরিচালনা করেছেন রোমান। হলিউড এই ছবির পাশাপাশি আলি ফজলকে দেখা যাবে ওয়েব সিরিজের 'মির্জাপুর' সিজন ৩ তে।বেশ কিছুদিন আগেই দ্য প্লেন নামের একটি ছবি রিলিজ করেছে। যেখানে অভিনয়ে রয়েছেন জেরার্ড বার্টলার।