12th Fail: বাস্তবের ‘হিরো’র সঙ্গে সেরা অভিনেতার পুরষ্কার পাওয়ার আনন্দ ভাগ করে নিলেন বিক্রান্ত ম্যাসি, দেখুন
বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার পুরষ্কার পেয়ে মুহূর্ত ভাগ করে নিলেন বাস্তবের ‘হিরো’ আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে।
নয়াদিল্লি: গুজরাটের গান্ধীনগরে অনুষ্ঠিত ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ (69 Filmfare Awards 2024)-এ সেরা ছবির পুরষ্কার পেয়েছে বলিউড সিনেমা 'টুয়েলভথ ফেল' (12th Fail)। ২০২৩ সালে বড়পর্দায় মুক্তি পাওয়া ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত ম্যাসি (Vikrant Massey)। বিধু বিনোদ চোপড়া (Vidhu Vinod Chopra) পরিচালিত ‘টুয়েলভথ ফেল’ সিনেমাটি মুক্তির পর থেকে দর্শকদের কাছ থেকে প্রচুর ভালবাসা পাচ্ছে। ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ এটি সেরা ছবির পাশাপাশি প্রধান চরিত্রের অভিনেতা বিক্রান্ত ম্যাসি সেরা অভিনেতার পুরষ্কার পেয়েছেন (Best Actor Critics category)।
জীবনীমূলক ছবিটি আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার (IPS officer Manoj Kumar Sharma) বাস্তব জীবনের গল্প নিয়ে অনুরাগ পাঠকের সর্বাধিক বিক্রিত উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে। আরও পড়ুন: Ranbir-Alia Dance on Jamal Kudu: ফিল্মফেয়ারে উল্লাস, মাথায় গ্লাস নিয়ে রণবীর-আলিয়ার জামাল কুদু, দেখুন ভিডিয়ো
অভিনেতা বিক্রান্ত ম্যাসি ৬৯তম ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-এ সেরা অভিনেতার পুরষ্কার জেতার পর আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার সঙ্গে পুরষ্কারটি পাওয়ার খুশি ভাগ করে নিয়েছেন। আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার এক্স হ্যান্ডলে সেই মুহূর্তটি শেয়ার করেছেন। সঙ্গে একটি সুন্দর বার্তাও লিখেছেন।
দেখুন
‘টুয়েলভথ ফেল’ শুধু ভারতেই নয় বিশ্ব জুড়ে এই ছবিটি দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। ইন্টারন্যাশনাল মুভি ডাটাবেজে (আইএমডিবি) রেটিং ১০-এর মধ্যে ৯ দশমিক ২।