IFFI 2023 Goa: শেখর কাপুর থেকে শাহিদ কাপুর, গোয়ায় আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবের উদ্বোধনে তারকাদের ঢল

IFFI-র রেড কার্পেটে হাঁটতে দেখা গেল পরিচালক শেখর কাপুর, সানি দেওল, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, করণ জোহর, দিব্যা দত্ত সহ বলিউড তারকাদের।

54th International Film Festival of India: গোয়ায় শুরু হল ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র উতসব। ভারতের ৫৪ তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল বা IFFI-র উদ্বোধনী অনুষ্ঠানের রেড কার্পেটে হাঁটতে দেখা গেল পরিচালক শেখর কাপুর, সানি দেওল, শাহিদ কাপুর, মাধুরী দীক্ষিত, করণ জোহর, দিব্যা দত্ত সহ বলিউড তারকাদের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত আছেন গায়িকা শ্রেয়া ঘোষাল, অভিনেত্রী নুসরত বারুচা, খুসবু সুন্দর, শ্রেয়া সরন সহ নানা সেলিব্রিটিরাও।

৯ দিন ধরে হতে চলা এই আন্তর্জাতিক চলচ্চিত্র উতসবে দেশ-বিদেশের বহু নামী সিনেমার পাশাাপাশি ইন্ডিপেডেন্ট নির্মাতাদেরও ছবি প্রদর্শিত হবে। গোয়ার শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় ইন্ডোর স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান হবে। ব্রিটিশ পরিচালক স্টুয়ার্ট গাটের থ্রিলার সিনেমা 'ক্যাচিং ডাস্ট'IFFI-র উদ্বোধনী ছবি হিসেবে প্রদর্শিত হবে। আরও পড়ুন-দুবাইয়ের কনসার্টে বড় চমক অরিজিতের, ভক্তদের গেয়ে শোনালেন 'দি আর্চিজ'এর মুক্তি না পাওয়া গান

দেখুন ভিডিয়ো

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পুরো অনুষ্ঠানের দায়িত্বে আছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০ নভেম্বর থেকে শুরু হয়ে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় চলবে এই চলচ্চিত্র উতসব।



@endif