Sunny Leone : সন্তানদের জন্যই কোভিডের ভয়াবহ পরিস্থিতিতে কাজ করছেন, বললেন সানি

পরিবারের সঙ্গে সানি লিওন

মুম্বই, ১৬ এপ্রিল : করোনা (Corona) পরিস্থিতি ক্রমাগত ভয়াবহ হচ্ছে প্রায় গোটা দেশ জুড়ে। করোনা পরিস্থিতি যতই ভয়াবহ হোক না কেন, তার মধ্যে আর পাঁচজন সাধারণ মানুষের মতো তিনিও কাজ করছেন। পরিবারের ভরণপোষণের জন্যই এই কঠিন পরিস্থিতিতে কাজ করছেন তিনি। এমনই মন্তব্য করেন সানি লিওন (Sunny Leone)।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজিরহয়ে সানি লিওন বলেন, আর পাঁচজন সাধারণ মায়ের সঙ্গে তাঁর কোনও তফাৎ নেই। সন্তান এবং পরিবারের জন্য যেমন আর পাঁচজন কাজ করেন, তিনিও তেমনি কাজ করে যাচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের জন্যই তিনি কাজ করছেন বলে জানান সানি।

আরও পড়ুন :  Malaika Arora On Kumbh Mela : 'মহামারীর মধ্যে কুম্ভে জনজোয়ার দেখে আশ্চর্য হচ্ছি', বললেন মালাইকা

পাশাপাশি বাড়িতে বসে থেকে কোনও সমস্যার সমাধান হয় না। তাই কঠিন পরিস্থিতির মধ্যেও কাজ করে পরিবারকে ভাল রাখার কাজ তিনি করছেন বলে জানান সানি লিওন।

সম্প্রতি মার্কিন মুলুক (US) থেকে মুম্বইতে (Mumbai) ফেরেন ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber)। নিশা, নোয়া, এশারকে নিয়ে মুম্বই বিমানবন্দরে যান সানি। বাবাকে দেখে তাঁকে জড়িয়ে ধরে নিশা, নোয়া, এশার। যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায় হু হু করে।