বিরাট কোহলিদের নিয়ে এমন কী বললেন, যাতে হুমা কুরেশি-কে ট্রোল করা হচ্ছে!
চলতি বিশ্বকাপে বিরাট কোহলিদের প্রথম হারের জন্য অদ্ভুত কারণে কাঠগড়ায় তোলা হচ্ছে কমলা জার্সিকে।
চলতি বিশ্বকাপে বিরাট কোহলিদের প্রথম হারের জন্য অদ্ভুত কারণে কাঠগড়ায় তোলা হচ্ছে কমলা জার্সিকে। দুটো দলের জার্সির রঙ মিলে যাওয়ায় আইসিসি-র সম্প্রচার স্বত্বের নিয়ম মেনে কোহলিরা গতকাল বার্মিংহ্যামে চিরচারিত নীল রঙের জার্সির পরিবর্তে খেলতে নামেন কমলা রঙের জার্সিতে। গেরুয়া রঙের সঙ্গে মিলে যাওয়ায় কোহলিদের বিকল্প জার্সি নিয়ে বিতর্ক হয়েছে। বিরোধীদের অভিযোগ, বিকল্প জার্সিতে কমলা (গেরুয়া রঙের সঙ্গে খুব মিল) রঙ বাছাটা আসলে বিজেপি-র গৈরিকীকরণের চেষ্টা।
বিজেপি সমর্থকরা স্বাভাবিকভাবেই এর বিরোধিতা করেন। ফলে কাল ভারত-ইংল্যান্ড ম্যাচ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় কোহলিদের জার্সির রঙ নিয়ে চাপানউতোর চলছিল। কোহলিদের কমলা-রঙের জার্সিতে অবশ্য নীল রঙের ছোঁয়াও ছিল। আরও পড়ুন- বলিউড ছাড়লেন 'দঙ্গল গার্ল' জায়রা ওয়াসিম
এমনই একটা সময়ে ভারত-ইংল্যান্ডের ম্যাচ নিয়ে বলিউড অভিনেত্রী হুমা কুরেশি টুইট করেন, ''আমি অন্ধবিশ্বাসের একদম জন্য বলছি না...কিন্তু আমরা কী আবার আমাদের নীল রঙের জার্সিটা ফিরে পেতে পারি..অনেক বলা হয়েছে।
হুমার এমন টুইটের পরই নেটিজেনদের একাংশ তাঁকে আক্রমণ করেন। দেখুন এমন কিছু টুইট
এক টুইটরা ব্যবহারকারী হুমার এই টুইটে লেখেন, কেন? আপনার কি গেরুয়া জার্সিতে আপত্তি আছে?
আরও এক টুইট ইউজার হুমার এমন মন্তব্যের কোনও প্রয়োজন নেই বলে লেখেন।
আরও একটি টুইটে হুমাকে উদ্দেশ্য করে লেখেন, কোহলিদের গেরুয়া জার্সিটা নীলের চেয়ে ভাল। এবং আপনি যখন অন্ধবিশ্বাসী নন, তখন বরং কোহলিরা গেরুয়া জার্সি পরেই খেলুক।
আরও এক টুইটার ব্যবহারকারী লেখেন, এখানে জার্সির রঙের প্রসঙ্গ কোথা থেকে এল!
সোশ্য়াল মিডিয়ায় এর আগেও বেশ কয়েকবার ট্রোলের মুখে পড়েছিলেন হুমা। ক মাস আগে কান ফিল্ম ফেস্টিভ্যালে হুমা-র পোশাক চয়ন নিয়ে ট্রোল হয়। চলতি বছর কোনও বলিউড সিনেমায় এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁকে। তবে নেটফ্লিক্সের সিরিজ লায়লা-তে তাঁর অভিনয় প্রশংসা পায়।