Kim Kardashian Lookalike Christina Ashten: অতিরিক্ত প্লাস্টিক সার্জারির জের, হৃদরোগে মৃত্যু ক্যালিফোর্নিয়ার মডেলের

প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের শারীরের গঠন দিন দিন বদলে ফেলছিলেন ক্রিস্টিয়ানা। আরও কিম হওয়ার তাগিদে আকালে প্রাণ গেল তরুণীর।

Kim Kardashian, Christina Ashten Gourkan (Photo Credits: Instagram)

অতিরিক্ত প্লাস্টিক সার্জারির জের, আচমকাই প্রয়াত ক্যালিফোর্নিয়ার মডেল। ৩৪ বছরের ক্রিস্টিয়ানা অ্যাশটেন গৌরকানি (Christina Ashten Gourkani) হৃদরোগে মারা গিয়েছেন। মার্কিন উদ্যোগতি কিম কার্দাশিয়ানের (Kim Kardashian) লুকঅ্যালাইক ছিলেন তিনি। প্লাস্টিক সার্জারির মাধ্যমে নিজের শারীরের গঠন দিন দিন বদলে ফেলছিলেন ক্রিস্টিয়ানা। আরও কিম হওয়ার তাগিদে আকালে প্রাণ গেল তরুণীর (Kim Kardashian Lookalike Christina Ashten Gourkani Dies)।

 

View this post on Instagram

 

A post shared by Christina Ashten Gourkani (@christinaashten)

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ২০ এপ্রিল হৃদরোগ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ক্যালিফোর্নিয়ার মডেল ক্রিস্টিয়ানা অ্যাশটেন গৌরকানির (Christina Ashten Gourkani Dies)। আরর বেশি করে কিম হয়ে উঠতে চেয়েছিলেন তিনি। একাধিক প্লাস্টিক সার্জারির মধ্যে দিয়ে গিয়েছেন তিনি। শেষ অস্ত্রোপচারের পরেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

 

View this post on Instagram

 

A post shared by Christina Ashten Gourkani (@christinaashten)

মডেলের পরিবারের তরফে তাঁর মৃত্যু সংবাদ নিশ্চিত করা হয়েছে। শেষ অস্ত্রোপচারের পর থেকেই বিগত এক সপ্তাহ ধরে ক্রিস্টিয়ানার শারীরিক অবস্থার অবনতি ঘটছিল বলেই জানা গিয়েছে। শেষমেশ ২০ এপ্রিল, বৃহস্পতিবার হৃদরোগে মৃত্যু হয় মডেলের।