Hasbulla on House Arrest: গৃহবন্দী থাকার শর্তে জামিনে মুক্তি হাসবুল্লার
গৃহবন্দী থাকার শর্তে জামিন মিলেছে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজেও সেই কথা জানিয়েছেন হাসবুল্লা।
দাগেস্তানে ট্রাফিক আইন লঙ্ঘনের জেরে মঙ্গলবার গ্রেফতার হয়েছিলেন সোশ্যাল মিডিয়া তারকা হাসবুল্লা মাগোমেদভ (Hasbulla)। একাধিক মিডিয়া রিপোর্টে প্রকাশিত তথ্য অনুযায়ী, জামিনে মুক্তি মিলেছে ইউএফসি (Ultimate Fighting Championship) অ্যাম্বাসডরের। তবে জামিনে মুক্তি পেলেও হাসবুল্লাকে গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে আদালত। গৃহবন্দী থাকার শর্তে জামিন মিলেছে, সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিজেও সেই কথা জানিয়েছেন হাসবুল্লা (Hasbulla on House Arrest)।
গৃহবন্দী হাসবুল্লা...
মঙ্গলবার দাগেস্তানে গাড়ি নিয়ে রাস্তা আটক করে অন্যান্য যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি করার অভিযোগ উঠেছিল হাসবুল্লা এবং তাঁর বন্ধুদের বিরুদ্ধে। আর সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হয়েছিলেন সোশ্যাল মিডিয়া তারকা।
হাসবুল্লার ট্রাফিক আইন লঙ্ঘনের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমের পাতায়।