Gurmeet Choudhary CPR: মুম্বইয়ের আন্ধেরীর রাস্তায় অসুস্থ পথচারীকে CPR দিয়ে মৃত্যুর মুখ থেকে ফেরালেন 'পর্দার রাম' অভিনেতা গুরমিত

পর্দার নায়ক, বাস্তবেও নায়কোচিত কাজ করলেন। মুম্বইয়ের আন্ধেরীর রাস্তায় আচমকাই এক পথচারী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান।

পর্দার নায়ক, বাস্তবেও নায়কোচিত কাজ করলেন। মুম্বইয়ের আন্ধেরীর রাস্তায় আচমকাই এক পথচারী অসুস্থ হয়ে জ্ঞান হারিয়ে রাস্তায় পড়ে যান। সেই পথচারীকে সুস্থ করতে গাড়ি থেকে নেমে এগিয়ে আসনে বলিউড অভিনেতা গুরমিত চৌধুরী। CPR পদ্ধতি প্রয়োগ করে মৃত্যুমুখ থেকে সেই পথচারীকে ফেরান ছোটপর্দায় ভগবান রামের ভূমিকায় অভিনয় করা গুরমিত। গুরমিতের CPR পদ্ধতিতে প্রয়োগের পর সেই পথচারী জ্ঞান ফিরলে স্ট্রেচারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই পথচারীর হার্ট অ্যাটাক হয়েছিল বলে খবর।

মূলত হৃৎস্পন্দন বন্ধ হলে বা কমে গেলে কিংবা শ্বাস-প্রশ্বাস সাময়িক কমে গেলে সিপিআর প্রয়োগ করতে হবে। সিপিআর জীবন বাঁচানোর একটি গুরুত্বপূর্ণ কৌশল।

দেখুন ভিডিয়ো



@endif