Google year in search 2023 Kiara Advani: খোঁজের ভারতে সেরা কিয়ারা আদবানি, বিশ্বের সেরা তিন সিনেমার তালিকায় 'জওয়ান'

চলতি বছর ভারতে 'মোস্ট সার্চড পার্সন'বা গুগল সার্চে সবচেয়ে বেশী খোঁজা হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী (Kiara Advani)। কিয়ারের সুন্দর মুখ, ব্যক্তিত্বপূর্ণ চেহারা নেটিজেনদের বরাবরই আকর্ষণ করে।

Kiara Advani (Photo Credits: Instagram)

Google Most searched person in India চলতি বছর ভারতে 'মোস্ট সার্চড পার্সন'বা গুগল সার্চে সবচেয়ে বেশী খোঁজা হলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদবানী (Kiara Advani)। কিয়ারের সুন্দর মুখ, ব্যক্তিত্বপূর্ণ চেহারা নেটিজেনদের বরাবরই আকর্ষণ করে। তবে এ বছর কিয়ারাকে নিয়ে উন্মাদনা ঠিক কোন জায়গায় গিয়েছে তা বোঝা গেল গুগল সার্চ ২০২৩ রিপোর্ট আসার পর।

চলতি বছর ভারতে সবচেয়ে বেশী সার্চ হওয়া সিনেমার পাশাপাশি গোটা বিশ্বে তিন নম্বর স্থানে থাকল শাহরুখ খানের 'জওয়ান'। ভারতে এই তালিকায় দুই নম্বরে থাকল সানি দেওলের 'গদর টু', তিনে হলিউডের জনপ্রিয় সিনেমা 'ওপেনহাইমার'। শাহরুখের বছরের অপর মেগাহিট সিনেমা 'পাঠান' এই তালিকায় পাঁচ নম্বরে থাকল। আরও পড়ুন-ফের বিচ্ছেদ বলিউডে? পথ বদলে গেল অনন্যা-আদিত্যর!

অরিজিত সিংয়ের গাওয়া কেশরিয়া গোটা বিশ্বে গুগল সার্চে খোঁজা সেরা গানের তালিকায় দুই নম্বরে থাকল। ভারতে গুগল সার্চে সবচেয়ে বেশী খোঁজা ওটিটি শো হল শাহিদ কাপুরের কমেডি থ্রিলার 'ফারজি', দুইয়ে মার্কিন সিরিজ 'ওয়েডনেস ডে'।

এক নজরে গুগল সার্চে সেরারা

ভারতে গুগল সবচেয়ে বেশী সার্চ হওয়া তিন খবর

১) চন্দ্রযান-৩, ২) কর্ণাটক বিধানসভার ফলাফল, ৩) ইজরায়েল।

ভারতে গুগল সবচেয়ে বেশী সার্চ হওয়া ব্যক্তিত্ব

১) কিয়ারা আদবানি

ভারতে গুগল সবচেয়ে বেশী সার্চ হওয়া তিন সিনেমা

১) জওয়ান, ২) গদর-টু, ৩) হোপেনহাইমার।

সেরা তিন ওটিটি শো

১) ফর্জি (প্রাইম ভিডিয়ো, ২) ওয়েডনেস ডে (নেটফ্লিক্স), ৩) অসুর (জিও সিনেমা)