Salman Khan Video: বিষ্ণোই গ্যাংয়ের হুমকির মাঝেই বাবার ছেলে জিশানকে নিয়ে উড়লেন সলমন খান, দেখুন
জিশান সিদ্দিকিকে (Zeeshan Siddiqui) সঙ্গে নিয়ে দুবাইতে গেলেন সলমন খান (Salman Khan)। দাবাং ট্যুরের আগে জিশানকে নিয়ে রওনা দেন সলমন। বিমানবন্দরে গাড়ি থেকে নামার পর সলমনের সঙ্গে দেখা যায় প্রয়াত বাবা সিদ্দিকির পুত্র জিশানকে। প্রসঙ্গত লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে বাবা সিদ্দিকির ছেলে জিশানকেও নিশানা করেছিল। তবে জিশান নিশানা থেকে সরে যাওয়ায়, বাবা সিদ্দিকিকে খুন করে বিষ্ণোই গ্যাং। শুধু তাই নয়, সলমন খানের সঙ্গে যে বা যাঁরা থাকবেন, তাঁরা কোনওভাবে ছাড় পাবেন না। সলমনের সঙ্গী হলে তাঁকে ফল ভুগতে হবে বলে হুমকি দেয় লরেন্স বিষ্ণোই গ্যাং। যা নিয়ে সলমন খানের নিরাপত্তা আরও জোরদার করা হয়। সেই সঙ্গে নিরাপত্তার বহর বাড়ে জিশান সিদ্দিকিরও। তার মাঝেই এবার সলমন যখন দুবাইয়ের উদ্দেশে রওনা দেন, তখন জিশানকে সঙ্গে নিয়ে উড়তে দেখা যায় তাঁকে।
দেখুন জিশান সিদ্দিকির সঙ্গে বিমানবন্দরে সলমন খান...
View this post on Instagram