IPL Auction 2025 Live

AP Dhillon: এ পি ঢিলোঁর কানাডার বাড়ি লক্ষ্য করে গুলি, ঘটনার পর নিজের এবং পরিবারের খবর জানালেন গায়ক

কানাডার ভ্যাঙ্কুভারে গায়কের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেই খবর সামনে আসার পর থেকেই দুশ্চিন্তায় পড়েন তাঁর ভক্তরা। তবে মঙ্গলবার সকাল সকালই অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন এ পি।

AP Dhillon (Photo Credits: ANI)

ইন্ডো-কানাডিয়ান গায়ক এ পি ঢিলোঁর (AP Dhillon) বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে আসে সোমবার। কানাডার ভ্যাঙ্কুভারে গায়কের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। সেই খবর সামনে আসার পর থেকেই দুশ্চিন্তায় পড়েন তাঁর ভক্তরা। তবে মঙ্গলবার সকাল সকালই অনুরাগীদের উদ্দেশে বার্তা দিলেন এ পি। জানালেন, তিনি এবং তাঁর পরিবার নিরাপদেই রয়েছেন। তবে গুলি চালানোর ঘটনা নিয়ে কোন মন্তব্য করেননি তিনি।

বেশ কিছু বছর ধরে এখন কানাডাতেই রয়েছেন এ পি (AP Dhillon)। সোমবার ভ্যাঙ্কুভারে তাঁর বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা সামনে আসার পর মঙ্গলবার গায়ক তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে সুরক্ষিত থাকার খবর জানালেন। সেই সঙ্গে অনুরাগীদের ধন্যবাদ জানিয়ে বললেন, পাশে থেকে খবর নেওয়ার জন্যে সকলকে অসংখ্য ধন্যবাদ।

শিল্পীর কানাডার বাড়ি লক্ষ্য করে কে বা কারা গুলি চালালো সেই নিয়ে যখন জোর জল্পনা চলছে সেই সময়ে জানা যায়, জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই (Lawrence Bishnoi) এবং গ্যাংস্টার রোহিত গোদারা ঘটনার দায় স্বীকার করেছে। সদ্য এ পি-র 'ওল্ড মানি' নামে একটি মিউজিক ভিডিয়োয় সলমন খানকে (Salman Khan) দেখা গিয়েছে। সলমনের সঙ্গে কাজ করার জেরেই গায়ককে হুমকি দেওয়ার এই ঘটনাটি একযোগে ঘটিয়েছে রোহিত এবং বিষ্ণোই গ্যাং। ঘটনার দায়ও স্বীকার করেছে তাঁরা।

গত জুলাই মাসেই বলিউড ভাইজান সলমন খানের (Salman Khan) মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। রাতের যখন পরিবারের সঙ্গে বাড়ির ভিতরে ঘুমাচ্ছেন অভিনেতা সেই সময়ে বাইরে ঘটে গুলিবর্ষণের ঘটনা। সেই ঘটনার দায় স্বীকার করেছিল লরেন্স বিষ্ণোইয়ের গ্যাং। ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। সাম্প্রতিক সময়ে বহুবার অভিনেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।