FIR Against Adnaan Shaikh: বিয়ের এক সপ্তাহের মধ্যেই আইনি জটিলতায় আদনান শেখ, শারীরিক হেনস্থার FIR দায়ের

বিয়ের এক সপ্তাহ পার হয়নি এখনও এরই মধ্যে আইনি জটিলতায় জড়ালেন। মুম্বইয়ের গোরেগাঁওয়ের বাঙ্গুর নগর থানায় তারকার বিরুদ্ধে তাঁর বোন মারধরের অভিযোগ দায়ের করেন।

FIR Against Adnaan Shaikh (Photo Credits: Instagram)

মুম্বই, ৩০ সেপ্টেম্বরঃ দিন কয়েক আগেই ধুমধাম করে বিয়ে সারেন বিগ বস তারকা তথা সমাজমাধ্যমে প্রভাবী হিসাবে পরিচিত আদনান শেখ (Adnaan Shaikh)। বিয়ের এক সপ্তাহ পার হয়নি এখনও এরই মধ্যে আইনি জটিলতায় জড়ালেন। আদনানের বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর (FIR)। মুম্বইয়ের গোরেগাঁওয়ের বাঙ্গুর নগর থানায় তারকার বিরুদ্ধে তাঁর বোন মারধরের অভিযোগ দায়ের করেন।

দিন কয়েক আগে দাদা আদনান তাঁকে মারধর করেন বলে অভিযোগ তুলে থানার দারস্ত হন তিনি। বাঙ্গুর নগর থানায় সদ্য বিবাহিত দাদার বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ জানান বোন। অভিযোগকারী মহিলা প্রথম এক সমাজকর্মীকে তাঁর অভিযোগের কথা জানিয়েছিলেন। তারপর ওই সমাজকর্মীর সঙ্গেই তিনি থানায় গিয়ে আদনানের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

শনিবার থানার বাইরে দাঁড়িয়ে একটি ভিডিয়ো বার্তায় আদনানের বোন জানান, 'অবশেষ বহু চেষ্টার পর পুলিশ আমার অভিযোগ নথিভুক্ত করেছে। আমার দাদা আমায় মারধর করেছে, পুলিশ সেই অভিযোগের এফআইআর দায়ের করেছে'।

আদনানের বিরুদ্ধে এফআইআর... 

 

View this post on Instagram

 

A post shared by Telly Talk (@tellytalkindia)

অভিযোগকারী মহিলা তথা আদনান শেখের বোনের সঙ্গে থানায় আসা ওই সমাজকর্মী বলেন, 'দাদা বোনের গায়ের হাত তুলেছে, এই ধরণের পারিবারিক ঘটনা বাড়িতেই মিটিয়ে নেওয়া ভালো। কিন্তু এই মহিলার নিশ্চয়ই এমন কিছু আরও সমস্যা ছিল যার জন্যে তিনি নিজের দাদার বিরুদ্ধে থানায় আসার সিদ্ধান্ত নেন। পুলিশ তাঁর অভিযোগ গ্রহণ করেছে। এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে।