Subhash Ghai: শ্বাসকষ্টের সমস্যার কারণে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হল পরিচালক সুভাষ ঘাইকে

বয়স যথেষ্ট বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে বাধ্যক্যজনিত একাধিক সমস্যা। আর তাই শনিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন বর্ষীয়ান চিত্র পরিচালক সুভাষ ঘাই।

(Subhash Ghai)। জানা যাচ্ছে, এদিন মুম্বইয়ের লীলাবতীহাসপাতালে (Lilavati Hospital) তাঁকে ভর্তি করা হয়েছে। ঘনিষ্ঠ মহলের দাবি, দিনকয়েক ধরেই দুর্বলতা ও ঘন ঘন মাথা ঘুরছিল তাঁর। শনিবার আচমকাই শ্বাসকষ্টের সমস্যা হয়। তাই দেরি না করে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এই মুহূর্তে তিনি আইসিইউ-তে চিকিৎসক জলিল পারকারের তত্ত্বাবধানে রয়েছেন। হাসপাতালসূত্রের খবর, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতীশীল। যদিও জনপ্রিয় এই পরিচালকের অসুস্থতার খবর পেয়েই বলিউডে তাঁর ঘনিষ্ঠজনেরা ইতিমধ্যেই খবর নিতে শুরু করেছেন। সেই সঙ্গে হাসপাতালেও পৌঁছেছেন অনেকে।

হাসপাতাল সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন ৭৯ বছর বয়সী এই পরিচালক। বেশ কয়েকবার হাসপাতালে এসে চিকিৎসাও করে গিয়েছেন তিনি। বছরখানেক আগে তাঁর বুকে পেসমেকারও বসেছিল। সম্প্রতি হাইপোথাইরয়েডিজম ধরা পড়েছে। এছাড়া কথা বলতে সমস্যা ও স্মৃতিশক্তি লোপ পাওয়ার মতো সমস্যাতেও ভুগছিলেন। এই হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। তাই এদিন অসুস্থ হতেই পরিবারের সদস্যরা তাঁকে হাসপাতেল ভর্তি করেন।



@endif