Rajini's Jailer: মুক্তির আগেই 'জেলার' ঝড় তুলেছে চেন্নাইয়ে, পোস্টারে ছেয়ে গিয়েছে শহর

সুপারস্টার রজনীকান্ত অভিনীত ছবি 'জেলার' মুক্তির আগে চেন্নাই জুড়ে পোস্টারে ছেয়ে ফেলেছে তাঁর ভক্তরা।

Rajinikanth’s Jailer Poster

তামিলনাড়ু: সুপারস্টার রজনীকান্ত অভিনীত ছবি 'জেলার' মুক্তির আগে চেন্নাই জুড়ে পোস্টারে ছেয়ে ফেলেছে তাঁর ভক্তরা। ছবিটি মুক্তি পেতে চলেছে ১০ আগস্ট। 'জেলার' নেলসন দিলীপ কুমার পরিচালিত একটি অ্যাকশন প্যাকড ছবি। প্রায় ২ বছর পর বড় পর্দায় ফিরছেন রজনীকান্ত। আর তাঁর ভক্তদের জন্যও রয়েছে সুখবর। চেন্নাই এবং বেঙ্গালুরুতে অনেক অফিস ১০ আগস্ট ছুটি ঘোষণা করেছে। এরই মধ্যে ছবিটির প্রচারের কারণে বেশ উত্তেজনা তৈরি হয়েছে। সুপারস্টার রজনীকান্তের 'জেলার' (Superstar Rajinikanth’s Jailer) নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ারে পৌঁছেছে। আশা করা হচ্ছে, জেলের ছবিটি বিদেশেও ভালো ব্যবসা করবে। ভারত জুড়ে বক্স অফিসে এই ছবির ওপেনিং বেশ ভালোয় হবে বলে আশা করা যাচ্ছে। আরও পড়ুন : Taali Trailer: গণেশ থেকে ট্রান্সজেন্ডার গৌরীর যাত্রাপথ কতটা কঠিন, প্রকাশ্যে সুস্মিতার তালি-র ট্রেলার

দেখুন টুইট



@endif