Dobaaraa: গোটা দেশে তাপসী পান্নু-র সিনেমার টিকিট বিক্রি হল মাত্র ১০টা!

বয়কটের শিকার হওয়া আরও একটা বলিউড সিনেমা বক্স অফিসে একেবারে মুখথুবড়ে পড়েছে।

মুম্বই, ২১ অগাস্ট: বয়কটের শিকার হওয়া আরও একটা বলিউড সিনেমা বক্স অফিসে একেবারে মুখথুবড়ে পড়েছে। তাপসী পান্নু অভিনীত, অনুরাগ কাশ্যপ পরিচালিত থ্রিলার সিনেমা 'দোবারা'সিনে সমালোচকদের প্রশংসা পেলেও, সিনেমা হলে একেবারেই চলছে না। দর্শক না হওয়ায় ভারতে একের পর শো বাতিল হচ্ছে অনুরাগ-তাপসীর এই থ্রিলার সিনেমা। তবে শুধু ভারতে নয়, ভারতের বাইরেও দোবারা একেবারেই বক্স অফিসে চলছে না। চলতি বছর কম টিকিটের জন্য খবরে এসেছিল কঙ্গনা রানওয়াতের 'ধক্কড়'। আর এবার এই কারণে খবরে এল তাপসীর 'দোবারা'।

গত শুক্রবার অস্ট্রেলিয়ায় বেশ কয়েকটি হলে মুক্তি পেয়েছিল স্পেনের সিনেমা মিরাজ-এর অফিসিয়াল রিমেক 'দোবারা'। ৮০ কোটি বাজেটের এই সিনেমা মুক্তির দিনে অস্ট্রেলিয়ায় দোবারা-র মাত্র ১০টি টিকিট বিক্রি হয়।

দেখুন টুইট

ওই দশটি টিকিট বিক্রি থেকে 'দোবারা'-অস্ট্রেলিয়া থেকে মাত্র ৭ হাজার ৩২ টাকার ব্যবসা করেছে। 'লাল সিং চাড্ডা', 'রক্ষা বন্ধন'-এর মতই দোবারা-কে বয়কটের ডাক দেওয়া হয়েছে। তাপসী পান্নুর এর আগের ছবি সৃজিত মুখার্জি পরিচালিত 'সাবাস মিতু'-ও বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।