Jacqueline Fernandez: জ্যাকলিন ফার্নান্ডেজকে দুবাই যাত্রার অনুমতি আদালতের, তবে জেল যাত্রার সম্ভাবনা থেকেই যাচ্ছে
অর্থ পাচার মামলা জড়িয়ে পড়া বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ আদালতে স্বস্তি পেলেন। জ্যাকলিনকে বিদেশ যাত্রার অনুমতি দিল দিল্লির পাতিয়ালা আদালত। দুবাইয়ে এক কনফারেন্সে যোগ দিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন।
অর্থ পাচার মামলা জড়িয়ে পড়া বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ আদালতে স্বস্তি পেলেন। জ্যাকলিনকে বিদেশ যাত্রার অনুমতি দিল দিল্লির পাতিয়ালা আদালত। দুবাইয়ে এক কনফারেন্সে যোগ দিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন জ্যাকলিন। ২৭ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত দুবাইতে চলবে পেপসিকো ইন্ডিয়া কনফারেন্স। সেখানে হাজির হতে দুবাইতে যেতে দেওয়া আবেদন চেয়ে ক দিন ধরেই বারবার আদালত ছুটছিলেন অভিনেত্রী।
২০০ কোটি টাকার অর্থ পাচার মামলায় বলিউডের কিক গার্ল এমনভাবে জড়িয়ে আছেন, তাঁকে কিছুতেই দেশ ছাড়ার অনুমতি দেওয়া হচ্ছিল না। ঠকবাজ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে জ্য়াকলিনের যোগাযোগ ক্রমশ স্পষ্ট হচ্ছে। আলাদিন গার্লের জেলযাত্রার সম্ভাবনাও বাড়ছে। যদিও এর মাঝে দেশ ছাড়ার অনুমতি পেয়ে নিশ্চিতভাবেই কিছুটা স্বস্তি পাবেন জ্যাকলিন। তবে তার মানে এই নয় যে জ্যাকলিনকে দোষী মনে করছে না আদালত। আর্থিক তছরুপ মামলায় জ্যাকলিনের বিরুদ্ধে এর আগেও তথ্য প্রমাণ জোগাড় করে ইডি। সুকেশ চন্দ্রশেখর ১০ কোটির উপহার দেন জ্যাকলিনকে। এই মামলায় তদন্ত শুরু হলে, ইডি জ্যাকলিনের ৭ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করে বলেও জানা যায়। সেই সঙ্গে মামলা চলাকালীন অভিনেত্রী যাতে ভারতের বাইরে যেতে না পারেন, তার জন্য জারি করা হয়েছিল কড়া নির্দেশিকা। আরও পড়ুন-বিতর্ক এখন অতীত, সব রেকর্ড ভেঙে দুদিনেই ১০০ কোটির ঘরে পাঠান
দেখুন টুইট
দিন কয়েক আগ কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন জ্যাকলিন ফার্নান্ডেজ। জ্যাকলিন বলেন, সুকেশ তাঁকে ব্যবহার করেছেন। তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবন সুকেশ চন্দ্রশেকর তছনছ করে দিয়েছেন বলে অভিযোগ করেন জ্যাকলিন। অন্যদিকে আর্থিক তছরূপ মামলায় নাম জড়ানোর পর এবার নোরা ফতেহি দাবি করেন, তিনি কনম্যান সুকেশ চন্দ্রশেখরকে চেনেন না। বলিউডে এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাঁরা সুকেশের সঙ্গে পরিচয়ের জন্য ছটপট করেন। তিনি কোনওভাবেই সুকেশ চন্দ্রশেখরকে চিনতেন না। ইডির তরফে তাঁকে নোটিশ পাঠানোর পর সুকেশের পরিচয় তাঁর কাছে খোলসা হয় বলে দাবি করেন নোরা।