Deepika Padukone: বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র ট্রোলিং, দীপিকা পাডুকনের পাশে দাঁড়ালেন আলিয়া

দীপিকার একটি ফ্যানপেজের তরফে ট্রোলারদের এই ধরনের কুরুচিকর মন্তব্য না করার আবেদন জানিয়ে একটি রিল শেয়ার করা হয়। তবে তাতেও কোনও কাজ হয়নি। সেই পোস্টেও নেতিবাচক কমেন্ট করেন নেটিজেনরা।

চলতি বছরের সেপ্টেম্বর মাসেই বলিউড অভিনেতা রণবীর সিং (Ranveer Singh) ও দীপিকা পাডুকনের (Deepika Padukone)  কোল আলো করে আসতে চলেছে তাঁদের প্রথম সন্তান। আগেই সে ঘোষণা করেছেন তারকা দম্পতি। এ বার প্রকশ্যে আসল অভিনেত্রীর বেবি বাম্প। সোমবার মুম্বইতে ছিল পঞ্চম দফা লোকসভা নির্বাচন (Lok Sabha Election 2024) । এ দিনই ভোট কেন্দ্রের বাইরে দেখা ধরা দেন অভিনেত্রী। দেখা যায় তাঁর বেবি বাম্প। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ট্রোলের শিকার হন দীপিকা। নানা আপত্তিকর মন্ত্যবে ভরে জায় কমেন্ট বক্স। কেউ লেখেন, 'উনি মোটেই প্রেগন্যান্ট নন। তাহলে এই ভাবে হাঁটতেন না।' কেউ আবার বলেন, 'এটা ভাল একটা স্ক্রিপ্ট। শরীরের আর কোনও অংশে মেদ নেই, শুধু বেবি বাম্প হয়েছে।' কারও আবার প্রশ্ন, 'এই বাচ্চার বাবা কে? '

আর এই ঘটনা পর ট্রোলারদের চুপ করাতে একটি পোস্ট করেন এক সাংবাদিক। আর তাঁর পোস্টে সহমত পোষণ করেন আলিয়া ভাট। শুধু তাই নয়, এই পোস্টের দ্বারা দীপিকার পাশে দাঁড়িয়েছেন আলিয়া ভাটের দিদি পুজা ভাটও। অন্তঃসত্ত্বা আলিয়াকেও একসময় কম ট্রোলিংয়ের শিকার হতে হয়নি। তাই এ বার বন্ধু ও সহকর্মীকে নিয়ে হওয়া ট্রলিংয়ের বিরোধিতা জানালেন তিনি। দীপিকার একটি ফ্যানপেজের তরফে ট্রোলারদের এই ধরনের কুরুচিকর মন্তব্য না করার আবেদন জানিয়ে একটি রিল শেয়ার করা হয়। তবে তাতেও কোনও কাজ হয়নি। সেই পোস্টেও নেতিবাচক কমেন্ট করেন নেটিজেনরা।

পোস্টটি পড়ুন

 

View this post on Instagram

 

A post shared by Actress Deepika Padukone 🇮🇳 (@deepikasdetails)



@endif