Death Threats to Salman Khan, Zeeshan Siddique: সলমন খান এবং জিশান সিদ্দিকিকে হুমকি ফোন, শেষে পাকড়াও বছর ২০-র যুবক

ব্যান্দ্রা পূর্ব থেকে এবার এনসিপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন জিশান সিদ্দিকি। ২০১৯ সালেও এই কেন্দ্র থেকে লড়াই করেন জিশান। ওই সময় শিবসেনার বিশ্বনাথ মহাদেশ্বরকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন সদ্য খুন হওয়া বাবা সিদ্দিকির ছেলে।

Zeeshan Siddique, Salman Khan (Photo Credit: File Photo)

মুম্বই, ২৯ অক্টোবর: সলমন খান (Salman Khan) এবং জিশান সিদ্দিকিকে (Zeeshan Siddique) হুমকি ফোনের অভিযোগে গ্রেফতার করা হল এক যুবককে। ২০ বছর বয়সী ওই যুবককে গ্রেফতার করা হয় নয়ডা থেকে। জিশান সিদ্দিকি এবং সলমন খানকে হুমকি ফোনের পর থেকেই অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। অবশেষে নয়ডা থেকে বছর ২০-র যুবককে মুম্বই পুলিশের তরফে পাকড়াও করা হয়।

রিপোর্টে প্রকাশ, জিশান সিদ্দিকির মুম্বইয়ের ব্যান্দ্রায় যে অফিস রয়েছে, সেখান ফোন করা হয়। ওই ফোন কলেই দেওয়া হয় হুমকি। জিশান সিদ্দিকিকে হুমকি দিয়ে অর্থ আদায়ের চেষ্টা করা হয়। জিশানের পাশাপাশি সলমন খানের নামও ওই হুমকি ফোনে সংযুক্ত করা হয় বলে খবর।

আরও পড়ুন: Zeeshan Siddique Has Received Threat Call: বাবা সিদ্দিকির হত্যার পর ছেলে জিশানকে হুমকি, সলমনের নাম নিয়েও 'থ্রেট কল'

প্রসঙ্গত ব্যান্দ্রা পূর্ব থেকে এবার এনসিপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন জিশান সিদ্দিকি। ২০১৯ সালেও  এই কেন্দ্র থেকে লড়াই করেন জিশান। ওই সময় শিবসেনার বিশ্বনাথ মহাদেশ্বরকে হারিয়ে বিধায়ক নির্বাচিত হন সদ্য খুন হওয়া বাবা সিদ্দিকির ছেলে।

গত ১২ অক্টোবর বাবা সিদ্দিকিকে খুন করা হয়। প্রকাশ্যে গুলি চালিয়ে সিদ্দিকিদের অফিসের সামনে খুন করা হয় বাবা সিদ্দিকিকে। সলমন খানের সঙ্গে ঘনিষ্ঠতা থাকলে, তাঁকে সাহায্য করলে কেউ পার পাবেন না বলে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের তরফে সতর্ক করা হয়।



@endif