Angelina Jolie Brad Pitt: বাবার পদবি সরাতে চেয়ে আদালতে অ্যাঞ্জেলোনি জোলি-ব্র্যাড পিটের মেয়ে

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ও অভিনেতা ব্র্যাড পিট-এর মেয়ে শিলহো নৌভেল জোলি পিট আদালতের দ্বারস্থ হলেন। শিলহো তারা বাবা-র পদবি ব্যবহার করতে চান না।

Brad Pitt, Angelina Jolie. (Photo Credits: x)

Brangelina: হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি (Angelina Jolie) ও অভিনেতা ব্র্যাড পিট (Brad Pitt)-এর মেয়ে শিলহো নৌভেল জোলি পিট আদালতের দ্বারস্থ হলেন। শিলহো তারা বাবা-র পদবি ব্যবহার করতে চান না। সেই কারণে তিনি লঞ্জ অ্যাঞ্জেলসের আদালতে পিটিশন দায়ের করলেন। ২০০৬ সালের ২৭ মে নামিবিয়ার সোয়াকোপমুন্ডে জন্মানো শিলহো 'কুং ফু পান্ডা ৩'-এর কণ্ঠশিল্পীর ভূমিকায় কাজ করেন।

শিলহো চান না মানুষ তাকে তার বাবা ব্র্যাড পিটের মেয়ে হিসেবে জানুক। তাঁর ইচ্ছা মা অ্যাঞ্জেলিনা জোলির মেয়েই হোক তার একমাত্র পরিচয়।

দেখুন খবরটি

২০০৬ সাল থেকে জোলি ও পিটের ঘনিষ্ঠ সম্পর্ক শুরু হয়। তার আগে ব্র্যাড পিটের সঙ্গে সম্পর্ক ছিল হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিসটনের। জোলি আর পিট একসঙ্গে থাকার পর তাদের জুটির নাম রাখা হয় ব্র্যাঞ্জেলিনা। কিন্তু ২০১৬ সালে দুজনের মধ্যে বিবাদ তুঙ্গে উঠলে জোলি ডিভোর্সের মামলা করেন। দু'জনের মধ্যে সম্পর্ক একবারে তলানিতে ঠেকে। জোলির অভিযোগ ছিল ব্র্যাড তার পাশাপাশি সন্তানদের ওপরও শারীরিক নির্যাতন করেন।

 



সম্পর্কিত খবর

Angelina Jolie Son: বাইক দুর্ঘটনায় প্রাণরক্ষা, বিপদ কাটিয়ে আইসিইউ থেকে বেরলেন অ্যাঞ্জেলিনা জোলির ছেলে

Angelina Jolie Brad Pitt: বাবার পদবি সরাতে চেয়ে আদালতে অ্যাঞ্জেলোনি জোলি-ব্র্যাড পিটের মেয়ে

Israel-Hamas War: 'দ্রুত গণকবরে পরিণত হচ্ছে গাজা', ক্ষোভ উগরে দিলেন অ্য়াঞ্জেলিনা

Pushpa 2: পুষ্পা ২-র ঝড়ে এবার উড়বে বাহুবলী ২, সর্বকালের সর্বাধিক ব্যবসাকারী ছবির তকমা থেকে আর কতটা দূরে অল্লু অর্জুনের ছবি?

Kangana Ranaut: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ কাপুর পরিবারের, মুখ খুললেন কঙ্গনা রানাউত

Raj Kundra: ব্যবসায়িক প্রতিহিংসা, নাম খারাপ করার চেষ্টা, তিন বছর পর পর্নোগ্রাফিকাণ্ডে নিজেকে নির্দোষ দাবি রাজ কুন্দ্রার

Zakir Hussain: জাকির হুসেনের মৃত্যু নিয়ে কী বললেন উদিত নারায়ন, সোনু নিগম